সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিতাবাঘ শি’কা’র করে বিন্দাস রান্না ক’রে খাওয়া, শিলিগুড়িতে ধৃ’ত ৩

শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরের ফৌজিজোত এলাকায় অভিযান চালায় যৌথ অভিযান চালায় এসএসবির গোয়েন্দা বিভাগ এবং ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে মোটর বাইক আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চিতাবাঘের চামড়া।

এই ঘটনায় প্রথমে দুজনকে গ্রেফতার করে। পরে দুজনকে জিজ্ঞাসা বাদ করে আরও একজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের তাপস খুড়া(২০) মুকেশ কেরকাট্টা(১৮) পিতালুস কেরকাট্টা(২৪)। তাপস মালবাজারের রানীচিরা চা বাগানের এবং মুকেশ ও পিতালুস ফাঁসিদেওয়া ব্লকের রাইলাইন এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া চিতাবাঘের চামড়া নেপালে নিয়ে গিয়ে বিক্রি করার উদ্দেশ্যে ছিল। এই বিষয়ে ঘোষপুকুর রেঞ্জের রেঞ্জার সোনম ভুটিয়া বলেন যে গোপন সূত্রে খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে চিতাবাঘের চামড়া ও নখ সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া চিতাবাঘটি চামড় লম্বায় ১১০ সেন্টিমিটার ও চাওয়ায় ৫০ সেন্টিমিটার। ধৃতরা সকলেই বাঘের মাংস খাওয়ার পাশাপাশি চামড়া ছাড়িয়ে নেয়। এরপর চামড়া ও নখ ছাড়িয়ে সেগুলি গোপনে নেপালে বিক্রি করার মতলব ছিল। শনিবার ধৃতদের আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।