সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Post Office: কোনো ঝুঁ’কি ছাড়াই দ্বিগুণ হবে টা’কা, ভবিষ্যৎ সু’র’ক্ষি’ত রাখতে বি’নি’য়ো’গ করুন এই স্কীমে

কম বিনিয়োগে ভালো লাভের সুযোগ খোঁজেন অনেকেই। আর এই সুযোগ খুঁজতে গিয়ে অনেকেই অখ্যাত প্রতিষ্ঠান নিজের কষ্টার্জিত উপার্জন বিনিয়োগ করে বসেন। এতে টাকা খোয়া যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকে। এমতাবস্থায় যদি বিনিয়োগ করতেই হয় তাহলে পোস্ট অফিস কিংবা ব্যাংকে সুরক্ষিতভাবে নিরাপদ বিনিয়োগ করতে পারেন। কিষান বিকাশ পত্র নামের যোজনাটি এক্ষেত্রে আপনাকে নিরাপদ বিনিয়োগের ভরসা যোগায়।

যারা কোনরকম ছুটি ছাড়াই উপার্জনের টাকা দ্বিগুণ করতে চান তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হল কিষান বিকাশ পত্র। এখানে জমানো অর্থ দ্বিগুণ হতে সময় নেয় ১২৪ মাস অর্থাৎ ১০ বছর ৪ মাস। ১৯৮৮ সালে ভারতীয় ডাক বিভাগ প্রথম এই যোজনা চালু করে। এই স্কিমে টাকা রাখলে আমানতকারীরা ৬.৯ শতাংশের চক্রবৃদ্ধি হারে সুদ পান।

এই যোজনাতে ব্যক্তিগত অথবা যৌথভাবে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে যৌথ একাউন্টের ক্ষেত্রে বিনিয়োগকারীর সংখ্যা ৩ জনের বেশি হওয়া চলবে না। ১৮ বছর বয়স অতিক্রম করলেই এই যোজনাতে বিনিয়োগ করা যাবে। তবে যদি ১০ বছরের ঊর্ধ্বর কোনও নাবালক এই স্কিমে টাকা রাখতে চাই তাহলে সেই নাবালকের হয়ে তার অভিভাবক টাকা রাখতে পারবেন।

ন্যূনতম ১০০০ টাকা রেখে বিনিয়োগ করা যেতে পারে। কোনো কারণে আমানতকারীর মৃত্যু হলে তার নমিনি সেই টাকা তুলতে পারবেন। এই যোজনাতে লক-ইন পিরিওড রয়েছে আড়াই বছর। অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনি যদি টাকা তুলতে চান তাহলে সুদের হারের উপর কোপ পড়বে। মেয়াদ পূরণের আগে টাকা তুললে মূল ‘প্রিন্সিপাল সাম’ বা মূলধনের সঙ্গে যতদিন টাকা রেখেছেন তার উপর সুদে টাকা পাওয়া যাবে।