সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিশ্বরে’ক’র্ড করলেন সুচেতা, ৭ ঘন্টায় ১২০ ভাষায় গান গে’য়ে গিনেজে না’ম তুললেন কেরালার ছাত্রী

একাধিক ভাষায় গান গেয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে কেরালার দ্বাদশ শ্রেণীর ছাত্রী সুচেতা সতীশ। খুব ছোট বয়স থেকেই আশ্চর্য প্রতিভা রয়েছে তার মধ্যে। এবার একাধিক ভাষায় গান গেয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করলো সে।

মাত্র নয় বছর বয়স থেকেই সুচেতা একাধিক ভাষায় গান গাইতে পারেন বলে জানা গিয়েছে। 2021 সালের দুবাইয়ের একটি মঞ্চে টানা সাত ঘন্টা কুড়ি মিনিট তিনি গান শুনিয়েছিলেন।

এই সময়ের মধ্যে তিনি একশো কুড়ি রকম ভাষায় গান শুনিয়েছেন। এভাবেই কার্যত গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে সে জায়গা করে নিয়েছে। যখন শেষ ছোট ছিল তখন দুবাইয়ের বাড়িতে একজন মহিলা জাপানি চিকিৎসক এসেছিলেন।

আরো পড়ুন: শাহরুখ খানের পর কে হ’চ্ছে’ন বলিউডের উত্তরাধিকার? কি উত্তর দি’লো নেটিজেনরা?

তিনি জাপানি ভাষা একটি গান গেয়ে শুনিয়েছিলেন। একবার সোনার পরেই গানটি গাইতে শুরু করে সুচেতা। এমনটাই জানাচ্ছেন তার চিকিৎসক বাবা। গান গাওয়ার সময় জাপানি ভাষায় স্পষ্ট উচ্চারণ করে সবাইকে অবাক করে দিয়েছিল সুচেতা।

এভাবেই একাধিক ভাষায় গান শিখতে শুরু করে সে। আরবি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে সুচেতা। রবীন্দ্রনাথের একলা চলো রে গানটি শুনিয়ে প্রশংসা পেয়েছে সে। প্রাথমিকভাবে আরবি এবং তাগালোগ ভাষায় গান গাইতে শুরু করলে সুচেতা। তারপর নানা ভাষায় গান নিয়ে চর্চা করতে শুরু করে।

দক্ষিণ আফ্রিকার জোসা, জলু ভাষাতেও একাধিক গান গেয়েছে সুচেতা। তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তার গানের শিক্ষা শুরু হয়েছিল একেবারে ছোট বয়স থেকে। মাত্র 4 বছর বয়সে কর্ণাটকী সংগীত শিখতে শুরু করে সে। সাত বছর বয়সে হিন্দুস্তানি সংগীত শিখতে শুরু করে। বহু ভাষায় গান গেয়েছে সে। তাকে নিয়ে গর্বিত দেশ।