সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চীন সী’মা’ন্তে’র একদম কা’ছ দিয়ে সিন্ধু ন’দে সেতু তৈরি করলো ভারতীয় সেনা, ভাইরাল ভিডিও

গত কয়েকবছর থেকে ভারত চিন সীমান্তে অশান্তি লেগেই রয়েছে, কয়েকদফায় বৈঠক পর্যন্ত হয়েছে দুই দেশের মধ্যে, কিন্তু লাভের লাভ কিছুই হয় নি। এখনও দুই দেশের সম্পর্ক জোড়া লাগে নি। দুই দেশের সরকারই ভারত চিন সীমান্তে সেনা মোতায়েন করে চলেছে সাথে অস্ত্রশস্ত্র। কেউ হার মানতে রাজি নয়।

চিন যেমন সীমান্তে বিভিন্ন উন্নয়ন্মূলক কাজ করে চলেছে, সেই দৌড়ে কিন্তু পিছিয়ে নেই ভারতও। দুই দেশের মধ্যে ঠান্ডা লড়াই হয়েই চলেছে। তবে সম্প্রতি ভারত চিনকে একটি দারুণ জবাব দিয়েছে তবে সেটা মুখে নয় কাজের মাধ্যমে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা হচ্ছে ভারতীয় সেনা সিন্দু নদের ওপরে পুল তৈরী করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে লোহা তারা নদীর জলে ফেলছে। এই ভিডিও দারুণ ভাবে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভারতীয়স এনার উত্তরপশ্চিম কমান্ডের তরফ থেকে আপলোড করা হয়েছে। ভিডিওটির ওপরে লেখা হয়েছে ব্রিজিং চ্যালেঞ্জ।

আরো পড়ুন: আফ্রিকা থেকে দেশে আ’না হ’চ্ছে হাফডজন চিতা, কোন জঙ্গলে থাকবে এই হিং’স্র প’শু?

ভারতীয় সেনার তরফ থেকে বলা হচ্ছে, পূর্ব লাদাখে সপ্ত শক্তি ইঞ্জিনিয়ারর্স মোবিলিটির দায়িত্বে রয়েছে এই ব্রিজের। সেনার গতিবিধি এখন যেমন রয়েছে তার থেকে কয়েকগুণ বৃদ্ধি পাবে এই সেতুর কারণে। ভারী ট্রাক থেকে শুরু করে সমস্ত কিছুই পারাপার করতে পারবে এই সেতু দিয়ে, যা দারুণ এক ইতিবাচক প্রভাব ফেলবে ভারতের জন্য।