সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেবশ্রীর প’থে’ই পা বাড়ালেন, রাজনীতি ছে’ড়ে ফে’র অভিনয়ে ফিরছেন শতাব্দী রায়

পুরোনো দিনের টলিউড জগতে দেবশ্রী রায়ের পর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শতাব্দী রায়। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চক্রবর্তীর মত অভিনেতাদের সাথে পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন এই অভিনেত্রী। একের পর এক সুপারহিট ছবিতে তাঁর অসাধারণ অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। চলচ্চিত্রের এত নাম,খ্যাতি, জনপ্রিয়তা ছেড়ে হঠাৎই রাজনীতিতে যুক্ত হন। বেশ অনেকটা রাজনীতির ময়দানে থেকেছেন তিনি। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যথাসাধ্য কাজ করার চেষ্টাও করেছেন। তবে এবার আবারো অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শতাব্দী রায়।

কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ময়দান ছেড়ে আবারও অভিনয়ের দিকে পা বাড়িয়েছেন পুরোনো দিনের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। জি বাংলার ধারাবাহিক ‘সর্বজয়া’ দিয়ে আবারও পর্দা কাঁপাতে এগিয়ে এসেছেন অভিনেত্রী। বলাবাহুল্য সেই ধারাবাহিকও এই কদিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু দেবশ্রী রায়ের মতো শতাব্দী অবশ্য টলিউডে নয়, একেবারে হিন্দি জগতে নতুন করে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

জানা যাচ্ছে, দেবাদিত‍্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত হিন্দি ছবি ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ ছবিতে অভিনয় করছেন শতাব্দী। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে, জঙ্গিপুরেই চলছে কাজ। ছবির গল্প একটা কোর্টরুম ড্রামা, যেখানে পুরোনো আদালতকে চালু করা নিয়েই তৈরী হয়েছে কাহিনীটি। সেখানে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শতাব্দীকে। সাথে রয়েছেন আরও তাবড় তাবড় অভিনেতারা যেমন – জাভেদ জাফরি, চিরাগ বোরা প্রমখরা।

অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন এতদিন পর আবার অভিনয় জগতে কামব্যাক করছেন তিনি। এই বিষয়ে তিনি জানান, “অভিনয় ছেড়ে দিয়েছিলাম, এই কথা কখনই বলব না। আসলে ভালো চরিত্রের অপেক্ষায় ছিলাম। যেহেতু রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তাই পার্লামেন্টের কাজ সামলে শ্যুটিংয়ের জন্য ডেট বের করা বেশ মুশকিল হত তাই ইন্টারেস্টিং চরিত্র না পেলে কাজের ইচ্ছা ঠিক হচ্ছিল না। তবে এই ছবিটার গল্প শুনে একমুহূর্ত অপেক্ষা করিনি, সোজা রাজি হয়ে যাই।”

টলিউডের শেষ অভিনয় ‘দেবীপক্ষ’ ছবিতে হলেও বছর পাঁচেক আগে বাংলাদেশের এক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। হিসেব বলছে, প্রায় ১০ বছর পর আবারও পর্দায় ফিরছেন তিনি, আর মূলত সেকারণেই অভিনেত্রী বেশ খুশি। অভিনেত্রীর কথায়, আগের তুলনায় টেকনোলজি অনেকটাই পাল্টে গিয়েছে। সেটা বেশ উপভোগ করার মতো। সূত্রের খবর, আগামী ২০-২১ তারিখ পর্যন্ত শ্যুটিংয়ের কাজ চলবে। তারপর সাংসদীয় কাজে দিল্লি যেতে পারেন তিনি।