সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

HIV-র থেকে কি মুক্তি স’ম্ভ’ব? ভ্যাকসিন আবিষ্কারের দা’বি গবেষকদের

AIDS রোগের জন্য দায়ী HIV ভাইরাস। এই ভাইরাস দেহে প্রবেশ করলে তা ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। HIV আক্রান্ত কোনো ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে, এছাড়া অসুরক্ষিত যৌন মিলন, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত ইঞ্জেকশন পুনরায় ব্যবহার ইত্যাদির মাধ্যমে সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস।

লকডাউনের সময় দেশে HIV আক্রান্তের সংখ্যা অনেকখানি বেড়েছে। চিকিৎসার মাধ্যমে AIDS রোগ থেকে মুক্তি পাওয়া ছিল খুবই কঠিন। তবে এবার HIV চিকিৎসায় এল বিরাট বড় সাফল্য।

সম্প্রতি ইজরায়েলের Tel Aviv University-র গবেষকরা এমন একটি টিকা আবিষ্কার করেছেন, যার প্রয়োগে HIV থেকে মুক্তি পাওয়া সম্ভব। এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও চিকিৎসা বা প্রতিকার মেলেনি।

আরো পড়ুন: প্রেম ও দা’ম্প’ত্য জী’ব’নে নতুন টুইস্ট, রইলো আতরের টো’ট’কা

সর্বপ্রথম এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় আফ্রিকায় শিম্পাঞ্জির শরীরে। তারপর ধীরে ধীরে তার প্রভাব মানব শরীরেও দেখতে পাওয়া যায়। HIV ভাইরাসে সংক্রমিত হয়ে বছর বছর অনেক মানুষের মৃত্যুও হয়।

তাই এই ভাইরাসের সংক্রমণ যাতে রোধ করা যায় তার জন্য ভারতবর্ষ জুড়ে নিয়মিত এর প্রচার চালানো হয়। এবার সফল এই গবেষণার পর গবেষকদের একাংশ দাবি করছেন যে জেনেটিক চিকিৎসার মাধ্যমে এই ভাইরাস থেকে মুক্তি সম্ভব।

সম্প্রতি Tel Aviv University-র গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথমিকভাবে HIV ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে নতুন আবিষ্কৃত এই সিঙ্গল ডোজ ভ্যাকসিনটি।

এই ভ্যাকসিনটি ইঞ্জিনিয়ারিং টাইপ বি শ্বেত কণিকা দিয়ে তৈরি যা দেহের মধ্যে প্রবেশ করে HIV ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। বি সেল হল এক ধরনের শ্বেতকণিকা যা ভাইরাস, ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে।

আরো পড়ুন: উত্তরবঙ্গ জু’ড়ে ভা’রী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে হ’তে পা’রে ঝোড়ো হাওয়া!

এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য নেচার জার্নালেও প্রকাশিত হয়েছে বলে খবর। এই গবেষণা প্রসঙ্গে ডা: আদি বারজেলের বক্তব্য, “এক্ষেত্রে দেহের মধ্যে টাইপ বি হোয়াইট ব্লাড সেল প্রবেশ করা হয় CRISPR ব্যবহার করে, যা রোগীর দেহে প্রবেশ করে HIV ভাইরাসকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। সুতরাং, এখনও পর্যন্ত এই গবেষণা যথেষ্ট সফল।”

যদিও এই গবেষণা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তাই এখনই এই নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না। আদৌ এই পদ্ধতিতে HIV সম্পূর্ণভাবে ঠিক হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না।