সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাঙর না শুকর? আপনি ধ’র’তে পারবেন না, ইতালির সৈ’ক’তে অ’দ্ভু’ত দেখতে প্রাণী দেখা মিললো

ইতালির সমুদ্রসৈকতে দেখা মিলল এক অদ্ভুত দর্শন প্রাণীর। গভীর সমুদ্র থেকে ডাঙায় উঠে এসেছে সেই প্রাণী। প্রাণীটি দেখতে অনেকটা হাঙ্গরের মতো। তবে তার মুখ একেবারে শুয়োরের মতো। ইতালির সমুদ্রসৈকতে এমন শুয়োরমুখো হাঙ্গর দেখে নেটিজেনরা বেশ অবাক হয়েছেন। ইটালির এলবা দ্বীপের ডারসেনা মেডিসিয়ার সৈকত এলাকায় ধরা পড়েছে এই অদ্ভুত দর্শন প্রাণীটি।

সেদেশের নৌ-সেনার জওয়ানরা সমুদ্রসৈকতে টহল দেওয়ার সময় আচমকা এমন একটি প্রাণীকে দেখতে পান। সেই বিশালদেহী প্রাণীকে সমুদ্র সৈকতে নিয়ে আসাটা তাদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। কিন্তু নৌসেনা জওয়ানরা প্রাণীটিকে ডাঙ্গায় নিয়ে আসতে বদ্ধপরিকর ছিলেন। এরপর ওই সমুদ্রসৈকতে প্রাণীটিকে দেখার জন্য ভিড় জমে যায়। কারণ প্রাণীর চেহারাটি বড়ই অদ্ভুত।

প্রাণীটির চোখের কাছে রয়েছে লালচে আভা। সারা দেহ ধূসর বর্ণ। প্রাণীটির মাথাটি একেবারে শুকরের করার মতো। তার পিঠে আবার বড় কুঁজ রয়েছে। সোশ্যাল সাইটে ক্রমশ এই অদ্ভুত দর্শন প্রাণীর ছবি ছড়িয়ে পড়ছে। নেটিজেনরা এই প্রাণীর নাম রেখেছেন পিগ ফেসড শার্ক। অনেকে আবার মনে করছেন এই অদ্ভুত দর্শন প্রাণীটি আসলে বিরল অ্যাঙ্গুলার রাফশার্ক। সাধারনত ভূপৃষ্ঠ থেকে প্রায় তেইশ হাজার ফুট নিচে থাকে এই প্রাণীগুলি। লোকালয়ে এই প্রাণীগুলিকে দেখা যায় না।