সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মমতার নি’র্দে’শে তারাপীঠ থেকে গ্রে’ফ’তা’র হলেন আনারুল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই, রামপুরহাট ১ ব্লকের তৃণমূলকে গ্রেফতার করা হয়েছে৷ বীরভূম জেলা পুলিস সূত্রে খবর, আনারুলকে আপাতত তারাপীঠ থানায় রাখা হয়েছে৷ পুলিস আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মিলতেই রামপুরহাট-কাণ্ডে তৃণমূলনেতা আনারুলের বাড়ি ঘিরে ফেলে পুলিস। রামপুরহাট শহর লাগোয়া সন্ধিপুরে পৌঁছয় বিশাল পুলিসবাহিনী। ঘিরে ফেলা হয় বাড়ির চারিদিক।

কথা বলার চেষ্টা করা হয় বাড়ির লোকেদের সঙ্গে। কয়েকজন বেরিয়ে আসেন। কথা হয় পুলিসের সঙ্গে। তাঁরা জানান, বাড়িতে নেই আনারুল হোসেন।

আরো পড়ুন: গড়িয়াহাট উড়ালপুল শুক্রবার রাত থে’কে মঙ্গলবার ভোর পর্যন্ত স’ম্পূ’র্ণ ব’ন্ধ থাকবে

সঙ্গে সঙ্গে জেলা পুলিস আধিকারিকরা অন্যান্য জায়গায় খোঁঝ শুরু করে৷ তল্লাশি চালানো হয় জেলার একাধিক জায়গায়৷ বিশেষ যে সমস্ত জায়গায় আনারুল হোসেনের যাতায়াত ছিল৷