সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন একদম দেউলিয়া অনুব্রত! বীরভূমের বাঘের সব সম্পত্তি বা’জে’য়া’প্ত করলো ED

একের পর এক বিপর্যয় নেমে আসছে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপরে। এবার অনুব্রত মণ্ডল হয়ে গেলেন পথের ভিখারী। জেলে থেকেও যেন শনি পিছু ছাড়ছে না তার। বর্তমানে বাবা-মেয়ে দুজনেই রয়েছেন দিল্লির তিহার জেলে। শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন কেষ্ট।

এবার পরিবারের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিগত আট বছরে অনুব্রত মণ্ডলের নামে এবং বেনামে যত টাকার সম্পত্তি করেছেন সবটাই বাজেয়াপ্ত করে দিল সংস্থা। বাড়িসহ তার সমস্ত জমি জমা এবং অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তি চলে গেল সরকারের দখলে।

বোলপুরের সেই নিচু পট্টির বাড়ি এখন চলে গেল ইডির দখলে। কোনোটা ছিল কেষ্ঠর নামে আবার কোনোটা ছিল তার স্ত্রী ছবি মন্ডলের নামে। আর কোনটাই রইল না তাদের নামে। এদিকে সুকন্যার সম্পত্তি আগেই বাজেয়াপ্ত করেছিল তদন্তকারী সংস্থা।

এবার সমস্ত সম্পত্তি একসাথে বাজেয়াপ্ত করে দিল ইডি। জানা গিয়েছে ইতিমধ্যেই ১১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার আওতায় রয়েছে বোলপুরের বিভিন্ন জায়গায় বিঘা বিঘা জমি, শিব শম্ভু এবং ভোলে বোম রাইস মিল, সহ সুকন্যা এবং তার মৃত মায়ের নামে রেখে দেওয়া যাবতীয় সম্পত্তি।

জানা গিয়েছে সবমিলিয়ে ২৫ টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।। এর আগে সিবিআই ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এবারে সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো। এখন অনুব্রতর নামে কিছুই নেই। নিঃস্ব হয়ে গেলেন অনুব্রত এবং তার মেয়ে। আপাতত কয়েক মাসের জন্য বাবা মেয়ে দুজনের ঠিকানা তীহার জেল।