সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একের পর এক ক’ম্প’নে নাজেহাল নেপাল, টে’র পাওয়া গে’লো উত্তরবঙ্গের একাধিক এলাকায়

সোমবার বিকেলে ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ এদিন ভূমিকম্পে কেঁপে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, এদিনের ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধুপালচক জেলা। রিখটার স্কেলে এদিনের ভূমিকম্পের কম্পনের মাত্রা ছিল ৪.৪ ম্যানিটিউড। যদিও এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

উত্তরবঙ্গের এই ভূমিকম্পের প্রভাব এদিন টের পেয়েছেন দার্জিলিং পাহাড় ও সিকিমের একাংশের বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেল স্থানীয় সময় বেলা ৩.২০ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পন। রিখটার স্কেলে তার তীব্রতা ছিল ৪.১ ম্যানিটিউড। এরপর প্রায় ৩ মিনিট পর প্রায় একই জায়গায় ৪.০ মাত্রার আর একটি কম্পন অনুভূত হয়েছে।

এদিকে আবার সোমবার ভারতীয় সময় বেলা ১.৩১ মিনিট নাগাদ আরও একটি কম্পন অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে জানা গিয়েছে। ভূমিকম্পের কারণে এলাকার বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা ভূমিকম্প প্রবণ হিসেবেই পরিচিত। বছরে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয় এই এলাকাতে। ২০১৫ সালে নেপালের কাঠমান্ডুতে ভয়ংকর ভূমিকম্প হয়েছিল। সেবার বহু ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছিল। সেই স্মৃতি আজও নেপালের বাসিন্দাদের মনে উজ্জ্বল।