সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজেই আদালতে সওয়াল করবেন! নি’য়ো’গ মা’ম’লা নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের শাসন ক্ষমতায় আসার আগে,বিরোধী দলনেত্রী থাকাকালীন ‘আইনজ্ঞ’ মমতাকে বেশ কয়েক বার আদালতে সওয়াল করতে দেখা গিয়েছে।কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে সেভাবে এক্টিভ দেখা যায়নি। কিন্ত আবার তাকে আদালতে সওয়াল করতে দেখা যাবে কি না সেনিয়ে জল্পনা তৈরি হল।

গতকাল ঋষি অরবিন্দের জন্ম সার্ধ শতবর্ষে আলিপুর বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আলিপুর আদালত চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, বাবুল সুপ্রিয়-সহ অন্য অনেকে।

বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান, আদালতে কিছু মামলায় তিনি নিজেই সওয়াল করবেন বলে ভাবছেন। সময়য়ের অভাবে পেরে উঠছেন না। তিনি জানিয়েছেন “কখনও কখনও ভাবি যে নিজেই কোর্টে গিয়ে প্র্যাকটিস করি। কিন্তু, সময় পাচ্ছি না।

আরো খবর: আজ মীনা সংক্রান্তি, দিনটি কেমন কা’ট’বে আপনার জেনে নিন, রইলো রাশিফল (15.03.2023)

কিছু কিছু মামলায় নিজেই সওয়াল করার কথা ভাবছি, কারণ তাতে আদালতকে নিজের মনের কথা বলতে পারব।”বিশেষজ্ঞদের মতে তিনি আদালতের নির্দেশে চাকরি হারানো প্রার্থীদের হয়েই সওয়াল করার কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী আদলতে সওয়াল করতে চাইলে তা সবসময়ই স্বাগত। কিন্তু আমি চাইব তিনি যেনো চাকরি না-পাওয়া,যোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করেন।”