সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

না আ’ছে ব্যাটারি, না আ’ছে চার্জার! ল’ঞ্চ হলো সবথেকে ক’ম দা’মি স্বদেশী ই-স্কুটার

সম্প্রতি বেঙ্গালুরুর একটি নতুন স্টার্টআপ বাউন্স তাদের প্রথম বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করলো। এই মডেলের নাম বাউন্স ইনফিনিটি ই ওয়ান। এটি ভারতের প্রথম ই-স্কুটার যা ব্যাটারি ছাড়াই চলে। এটিকে চার্জ করার প্রয়োজন থাকে না। ব্যাটারি অ্যাজ এ সার্ভিস বিকল্পের সঙ্গে এই ই স্কুটার লঞ্চ করেছে সংশ্লিষ্ট সংস্থা।

দিল্লির এক্স শোরুম থেকে 45,099 টাকায় কিনতে পারবেন এই স্কুটার। প্রাথমিক পেমেন্টের জন্য প্রি বুক করতে হবে। এই স্কুটার টি আপাতত 499 টাকায় বুক করতে পারবেন গ্রাহক। ডিলেরশিপ নেটওয়ার্ক এবং এটির অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আগামী মার্চ মাসের শেষের দিকে ডেলিভারি পাওয়া যাবে।

ব্যাটারি ছাড়া স্কুটারের চার্জিং নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কারণ এক্ষেত্রে ওই কোম্পানি ব্যাটারি অদল বদলের সুবিধা দিচ্ছে। গ্রাহক বাউন্সের সোয়াপিং নেটওয়ার্ক থেকে একটি সম্পূর্ণ চার্জযুক্ত ব্যাটারির সাথে একটি খালি ব্যাটারির অদল-বদল করবেন। তাকে সেই অর্থ প্রদান করতে হবে। এতে বর্তমান বাজারের পেট্রোল স্কুটারের তুলনায় 40 শতাংশ খরচ বাঁচবে।

এই সংস্থায় আগামী 12 মাসে ই স্কুটার তৈরি করতে এবং ব্যাটারি অদল-বদল পরিকাঠামো প্রসারিত করার জন্য 100 মিলিয়ন ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি খুচরো গ্রাহক এবং ব্যবসায়িক ক্ষেত্রের জন্য কাজ করবে। সমস্যাটি ইতিমধ্যেই একাধিক ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে। দশটি শহরে 3500 এর বেশি ব্যাটারি সোয়াপিং স্টেশন স্থাপন করা হয়েছে।