সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রেম ও দা’ম্প’ত্য জী’ব’নে নতুন টুইস্ট, রইলো আতরের টো’ট’কা

আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানান সুগন্ধী দ্রব্য ব্যবহার করে থাকি। এমনকি হিন্দু ধর্মের প্রচলিত বিশ্বাস আছে এই যে, যে কোনো দেব-দেবী বিশেষ করে বজরংবলী ও দেবী লক্ষ্মীর পূজার্চনা বা যজ্ঞে সুগন্ধী দ্রব্যের ব্যবহার করলে তাঁরা প্রসন্ন হন।

তবে এই দু’ধরণের ব্যবহার ছাড়া আতরের আরও যে কয়েকটি গুণ আছে তা জানেন কি! আতর আমাদের একাধিক সমস্যার সমাধানে বিশেষ কাজে লাগে। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই রইল বিস্তারিত আলোচনা।

• আর্থিক সমস্যা দূর করা : যে কোনো মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে বাদামী রঙের পার্স কিনে তার মধ্যে চন্দনের আতর লাগিয়ে তা লক্ষ্মীর সামনে রেখে দিন। লক্ষ্মীপুজো করার পর সেই পার্সটি ব্যবহার করুন। এই উপায়েই আর্থিক অনটন থেকে চিরকালের মতো মুক্তি পাবেন।

আরো পড়ুন: উত্তরবঙ্গ জু’ড়ে ভা’রী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে হ’তে পা’রে ঝোড়ো হাওয়া!

• পারিবারিক সমৃদ্ধি : মঙ্গলবার বজরংবলীর পুজোর দিন দেবতাকে চোলা অর্পণের সময় আতর ব্যবহার করতে পারেন। সেই সাথে বজরংবলীর সামনে চামেলির তেলের প্রদীপ জ্বালাতে পারেন। তারপর বজরংবলীকে গোলাপ ফুলের মালায় সজ্জিত করে দুই কাঁধে চামেলির আতর যদি লাগান, তা আপনার পরিবারের সমৃদ্ধি বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে।

• অর্থ ও প্রতিপত্তি লাভ : যে কোনো শুক্রবার দুটি আতরের শিশি কিনে একটি লক্ষ্মী মন্দিরে ধনের দেবীকে অর্পণ করতে হবে। আর অন্য শিশির সামান্য আতর লক্ষ্মীর পায়ে ছিটিয়ে বাড়ি নিয়ে আসতে হবে। প্রতিদিন এই উপায়ে দেবীর কাছে আতর অর্পণ করলে যে কোনো লক্ষ্য খুব সহজেই লাভ করতে পারবেন এবং সেই সাথে অর্থ ও প্রতিপত্তি লাভ হবে।

• চাকরিতে উন্নতি করা : চাকরিতে নিজের জায়গা ঠিক করে বজায় রাখতে হলে এবং সেখানে উন্নতির পথ ক্রমশ প্রশস্ত করতে হলে মোগরা, রাতরানি ও চন্দনের আতর ব্যবহার করুন।

• দেব-দেবীর আশীর্বাদ লাভ : লক্ষ্মীর আরাধনায় তীব্র সুগন্ধী ও আতর ব্যবহার করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে সেই জাতকের সমস্ত আর্থিক সমস্যাও দূর হয়। দেবদেবীর কৃপা পেতে হলে পুজোয় মন্দিরে কর্পূর, চাঁপা, চন্দন, চামেলীর আতর ব্যবহার করতে পারেন।

আরো পড়ুন: বিচারপতির কথায় নড়েচড়ে ব’সে’ছে CBI, প্রাইমারি বো’র্ডে’র সার্ভার রু’মে হা’না

• শুক্রকে মজবুত করা : কোনো জাতকের কোষ্ঠীতে শুক্রের উপস্থিতি যদি দুর্বল হয় তাহলে আতর ব্যবহার করে খুব সহজ উপায়েই এই গ্রহকে মজবুত করে তোলা যায়। প্রতি শুক্রবার দেবী লক্ষ্মীকে আতর ও শৃঙ্গারের বস্তু উপহারে দিন, তাহলেই দেখবেন ভালোবাসা, ধন ও সমৃদ্ধি সবই বজায় থাকবে। এর প্রভাবে শুক্র গ্রহও শুভ ফল প্রদান করতে শুরু করে।

• দাম্পত্য ও প্রেম সম্পর্ক মজবুত করা : দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতে হলে প্রতি বুধবার তিন ঘণ্টার মৌন ব্রত পালন করতে হবে স্বামী-স্ত্রীকে। তারপর স্ত্রী প্রতি শুক্রবার মিশ্রী দিয়ে পায়েস বানিয়ে নিজের স্বামী ও পরিবারের সদস্যদের খাওয়াতে পারেন। এছাড়া শুক্রবার কোনো মন্দিরে আতর দান করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক আরও মজবুত হয় এবং প্রেমিক-প্রেমিকার মধ্যে ভালোবাসা দৃঢ় হয় বলে বিশ্বাস রয়েছে।