সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ রাজ্যে জ’ন্ম না হলেই ভা’লো হতো! বাংলার রাজনৈতিক মহল নিয়ে ক্ষু’দ্ধ শ্রীলেখা

গ্ল্যামার জগতের সমস্ত তারকাদের উপর সব সময় নজর থাকে নেটিজেনদের। তারা কি করছেন? তারা কি ভাবছেন? সমস্ত কিছু নিয়েই যেন বিপুল আগ্রহ থাকে। সম্প্রতি এরকমই একটি পোস্ট ধরা পরল নেটিজেনদের চোখে যেটা লিখেছেন শ্রীলেখা। আগাগোড়াই একটু ডানপিটে স্বভাবের অভিনেত্রী শ্রীলেখা, কোনকিছুকেই ভয় পান না, মনের যা বক্তব্য সেটা অকপটে বলে দিতে পছন্দ করেন।

শ্রীলেখার কাছে কলকাতা একটি প্রিয় শহর তিনি যেখানেই যান না কেন কলকাতায় ফিরে আসার জন্য তিনি সর্বদাই অভিমুখী হয়ে থাকেন। কিন্তু সম্প্রতি তার একটি পোস্টে কলকাতার প্রতি অনুভূতি যে ক্রমশই কমে যাচ্ছে সেটাই প্রকাশ পেয়েছে।

পোস্টটিতে তিনি দুঃখের সঙ্গে লিখেছেন, “রাজ্যটা এখনই জোকারের রাজ্য তে পরিণত হয়ে গেছে, দীর্ঘদিনের যে সম্পর্কটা আমার এই রাজ্যের সাথে ছিল সেটা শেষ। একটা সময় এই রাজ্যকে নিয়ে আমার যে গর্ব ছিল সেই সমস্ত গর্বকে আমি ত্যাগ করে দিয়েছি। এখন কলকাতা ভাবলেই আমার ঘেন্না লাগে। এখানে জন্ম না হতো তাহলে হয়তো খুব ভালো হতো।”

আরো পড়ুন: পাহাড়ে উঠতে গিয়ে ৭০ ফুট গভীর খাদে পড়ে গেলেন মালিক, পোষ্যই বাঁচালো প্রাণ

একটি সংবাদমাধ্যমের সঙ্গে শ্রীলেখার কথা হয় এই বিষয়ে শ্রীলেখা জানান,” গোটা রাজ্য জুড়ে যা অবস্থা একেবারেই ভালো নয়, এই সমস্ত দেখে ভালো লাগছে না আর। এক ধরনের অনুভূতি হচ্ছে। সব সময় আমি কিছুতেই ডিপ্লোম্যাটিক হতে পারছি না, রাগ হলেই সেটা প্রকাশ করছি।

আমি এতটাই রাগী হয়ে উঠছি যে রাজনৈতিক নিয়ে আমার কি দৃষ্টিভঙ্গি সে সম্পর্কে সরাসরি বলে ফেলছি। মিষ্টি মিষ্টি কথা বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। শুধু দুর্নীতি হচ্ছে, একটা কাজের সঙ্গে অসংখ্য মানুষ যুক্ত কিন্তু ধরা পড়ছে না তারা”। “সবাইএই বিষয়টিকে নিয়ে ইয়ার্কি করছে কিন্তু এটা ইয়ার্কি করার মতো বিষয় নয়।

সবাই রাজ্যের আসল বিষয় গুলি নিয়ে আলোচনা করছে না বরং এড়িয়ে যাচ্ছে। আমি এদের মত হতে পারলাম না, এতে আমার অনেক বেশি সুবিধা হত। কাজের জন্য অভাব হতো না। সব সময় সব জায়গাতে আমি মানিয়ে চলতে পারিনা। রাজ্যে যে রকম অবস্থা সেই বিষয় নিয়ে ভাবলেই যেন বিরক্ত লাগছে। কলকাতায় থাকাটা আমার কাছে দম বন্ধের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে”।