সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাহাড়ে উঠতে গিয়ে ৭০ ফুট গভীর খাদে পড়ে গেলেন মালিক, পোষ্যই বাঁচালো প্রাণ

পর্বতারোহণের শখ অনেক মানুষের মধ্যেই লক্ষ্যণীয়। এরকমই এক ব্যক্তি যেতে চেয়েছিলেন পর্বত ভ্রমণে, সঙ্গে নিয়েছিলেন নিজের প্রিয় পোষ্যকে। কিন্তু জঙ্গল ঘেরা পাহাড়ে ঘটে গেল আচমকা এক দুর্ঘটনা। পা পিছলে গভীর খাদে সেই ব্যক্তি পড়ে গিয়ে গুরুতর আহত হন প্রৌঢ়।

খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোলেও তারা প্রথমে বুঝতে পারছিলেন না ঠিক কোথায় ঘটেছে দুর্ঘটনাটি। এই অবস্থায় প্রৌঢ়ের পোষ্যই আশার আলো হয়ে উদ্ধারকারী দলকে রাস্তা চিনিয়ে মালিকের কাছে নিয়ে যায় সে।

এই ঘটনাটি ঘটেছে গত ১২ জুলাই আমেরিকার ক্যালিফোর্নিয়ায় পাহাড় ঘেঁষা এক জঙ্গলে। এহেন ঘটনাটি ক্যালিফোর্নিয়া প্রশাসন কর্তৃক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়। ৫৩ বছরের এক ব্যক্তি প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়ে ক্যালিফোর্নিয়ার পার্বত্য উপত্যকা তাহো জাতীয় উদ্যানে পাহাড় ভ্রমণে বের হন।

আরো পড়ুন: ATM থেকে টা’কা তো’লা’র নিয়মে বদল ঘ’টা’চ্ছে SBI, জানুন বি’শ’দে

হঠাৎই ঘটে যায় এক বিপজ্জনক দুর্ঘটনা। প্রায় সাততলা সমান গভীর খাদে, ৭০ ফুট নীচে পড়ে গিয়ে যান গুরুতর আহত হন ওই ব্যক্তি। মাজার ও পাঁজরের হাড় ভেঙে যায় তাঁর। সেই অবস্থাতেই কোনোভাবে মোবাইল ফোন থেকে এমারজেন্সি নম্বরে ফোন করে সাহায্য চাইতেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দলের হেলিকপ্টার।

কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও তাঁরা দুর্ঘটনাস্থলটি ট্রেস করতে পারছিলেন না। এই সময় প্রৌঢ়ের সেই পোষ্য কুকুরই প্রায় ২০০ গজ দূরে অসহায় অবস্থায় পড়ে থাকা আহত মালিকের কাছে উদ্ধারকারী দলকে পথকে চিনিয়ে নিয়ে যায়। এরপর সেই উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত আহতকে স্ট্রেচারে করে নিয়ে যায় হেলিকপ্টারে এবং সেখান থেকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু হয়।

অন্যদিকে কুকুরটিকে পুরস্কৃত করা হয় তার পছন্দের খাবার দিয়ে এবং প্রৌঢ়ের বাড়ির অন্য সদস্যদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। সেও আনন্দে লেজ নাড়িয়ে ধন্যবাদ জানায়। পরে কুকুরের ছবি-সহ ঘটনার বিবরণ দিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানানো হয় কীভাবে প্রভুভক্ত পোষ্য তার প্রভুর প্রাণ বাঁচিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট শেয়ার হতেই তাতে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনরা পোষ্যটির প্রশংসায় পঞ্চমুখ। সকলেরই এক বক্তব্য, “কুকুর এভাবেই ভালোবাসার দাম দেয়, যেটা মানুষ পারে না। হয়তো এই জন্যই বলা হয়, কুকুরের মতো ভালো সঙ্গী এ দুনিয়ায় আর কেউ নেই।”