সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সন্ধ্যা হতেই কলকাতায় না’ম’তে পারে ঝমঝমিয়ে বৃষ্টি, স’ঙ্গী হ’বে দমকা হাওয়া

বর্ধমান মালদা এবং বীরভূমের পর এবার হাওড়া ২ ২৪ পরগনা এবং কলকাতাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

ইতিমধ্যে কলকাতার আকাশ মেঘে আচ্ছন্ন, বইছে হাওয়া। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই বইতে পারে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি। এর আগে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছিল, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, বর্ধমান, নদিয়া এবং মালদাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝড় হওয়ার সাথে হবে বৃষ্টি।

এছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হওয়ার পাশাপাশি হবে ভিন্ন জেলায় শিলাবৃষ্টি ।হাওয়া অফিসে তরফ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, কলকাতার তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আরো খবর: বুদ্ধ পূর্ণিমায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ৩ রাশির জীবন থেকে দুঃখের অবসান

বৃহস্পতিবার উত্তর এবং দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। শুক্রবার মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড় গ্রামে হতে পারে বৃষ্টি। হতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সন্ধ্যাতে পূর্ব বর্ধমানের সুখক্ষণের জন্য ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে তাপমাত্রা অনেকাংশেই কমেছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কালিম্পং, আলিপুরদুয়ার ,জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদাতে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।