সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় বি’প’র্য’স্ত রেল যোগাযোগ ব্যবস্থা, বহু ট্রেন বা’তি’ল, রইলো লিস্ট

রবিবার রাত থেকেই সারা রাজ্য জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কলকাতা শহর সহ আশেপাশের এলাকার একাধিক অঞ্চল প্লাবিত। জলমগ্ন কলকাতা শহরের রাস্তাতে বাস ট্রেন চলাচলে ব্যাঘাত ঘটছে। এমতাবস্থায় রাজ্যজুড়ে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া–টিকিয়াপাড়া কারশেড জলমগ্ন হয়ে গিয়েছে। যার ফলে ট্রেন চলাচল ব্যাহত।

আজ সকালে কলকাতা-গোরখপুর এবং কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়াও হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের লাইনে যেভাবে জল জমেছে তাতে রেলের কারশেড থেকে রেল বের করা সমস্যা হয়ে দেখা দিয়েছে। কলকাতা এবং শিয়ালদহ স্টেশনেও একই সমস্যা দেখা দিয়েছে। হাওড়া স্টেশনও জলমগ্ন। কাজের সপ্তাহের প্রথম কর্মব্যস্ততার দিনেই কার্যত ব্যাহত হয়ে পড়েছে ট্রেন চলাচল। যে কারণে নিত্যযাত্রীদের প্রভূত সমস্যার মুখে পড়তে হয়েছে।

পূর্ব রেলের (Eastern Rail) মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন প্রবল বর্ষণের কারণে কলকাতা স্টেশন থেকে দুটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। ০৫০৪৭ কলকাতা-গোরখপুর এবং ০৩১৬১ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেন দুটি আজ বাতিল করা হয়েছে। এছাড়াও সোমবার ১২৮৪১ হাওড়া-করমণ্ডল এক্সপ্রেস, ১২৮১৩ হাওড়া-টাটা স্টিল এক্সপ্রেস বাতিল রাখা হয়েছে।

২৩৩ কলকাতা-দ্বারভাঙা স্পেশাল, ০৩১৩৭ কলকাতা-আজমেরগর স্পেশাল, ০৩১৪৫ কলকাতা-রাধিকাপুর স্পেশাল, ০৩১১৩ কলকাতা লালগোলা এবং ০৩১১৪ লালগোলা কলকাতা স্পেশালও আগামীকাল বাতিল থাকবে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে এই বৃষ্টিপাত চলছে।