Home বিনোদন বলিউডের এই সংগীতশিল্পীদের গো’টা বিশ্ব স’ন্মা’ন করে, জানুন তাদের না’ম

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বলিউডের এই সংগীতশিল্পীদের গো’টা বিশ্ব স’ন্মা’ন করে, জানুন তাদের না’ম

যারা প্রকৃতপক্ষে সংগীত প্রেমী তারাই শুধুমাত্র বুঝতে পারেনা সুর সঙ্গীত শিল্পীদের কদর। সংগীত জগতে প্রায় চল্লিশ বছর ধরে ভারতীয় বিভিন্ন সঙ্গীত শিল্পীরা তাদের গানের মাধ্যমে বলিউডকে আরো বেশি উন্নত করে তুলেছে। সেই সমস্ত সংগীতশিল্পীরা শুধুমাত্র ভারতের নয় তারা গোটা বিশ্বের কাছে একটি গর্বের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই প্রতিবেদনে আমরা ভারতের সেরা গায়ক গায়িকার তালিকা তুলে ধরব যাদের গোটা বিশ্ব সম্মান করে ।

প্রথমেই রয়েছে কিশোরকুমার, যাকে ছাড়া বলিউড থেকে টলিউড সমস্তকিছুই অসম্পূর্ণ। তিনি হিন্দি বাংলা এবং অন্যান্য ভাষা মিলিয়ে প্রায় এক হাজারের বেশি গান গেয়েছেন। এখনো পর্যন্ত কিশোর কুমারের গান যেন এভারগ্রীন।

লতামঙ্গেসকার যিনি বছরের শুরুতেই প্রয়াত। ৪০ দশকেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র জগতে বহু গান উপহার হিসেবে শ্রোতা এবং দর্শকদের দিয়েছেন। তাকে সুরের নাইন্টিঙ্গেল বলা হয়। এক কথায় বলা যায় তার মতো আরেকটি প্রতিভা হয়তো গোটা ভারতীয় সঙ্গীত জগতে নেই।

মোহাম্মদ রফি,যার নাম না করলে হয়তো এই তালিকা অসম্পূর্ণ থেকে যাবে। তিনি বলিউডের বহু ছবিতে গান গেয়েছেন। বেশিরভাগ শাম্মী কাপুরের হয়েই গান গেয়েছেন।

এর পরেই রয়েছে উদিত নারায়ন, যিনি ৯০ দশকের দর্শকদের কাছে একটি বিশেষ গায়ক। ৯০ দশকের বেশিরভাগ গানই তাঁর কণ্ঠে গাওয়া। বলিউডের বহু সুপারহিট গান তাঁরই গাওয়া।

এর পরেই রয়েছে শ্রেয়া ঘোষাল, যার গলার সুরে গোটা দেশ মেতে ওঠে। দেশের গর্ব শ্রেয়া ঘোষাল। লতামঙ্গেসকারও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন শ্রেয়া ঘোষালের ব্যাপারে। দেবদাস ছবিতেই শ্রেয়া প্রথম গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন।