সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভুল ভা’ঙা’তে হবে মানুষদের, দলীয় নেতাকর্মীদের মাঠে নামার নি’র্দে’শ দিলেন অভিষেক

কয়েকদিন ধরেই বাংলা উত্তাল তৃনমূল সাংসদদের বিভিন্ন দূর্নীতি নিয়ে। পার্থ চট্টোপাধ্যায় এসএসসি নিয়োগের দূর্নীতি মামলায় এখন জেলে রয়েছেন। তার মধ্যেই আবার গোরু পাচার নিয়ে জেলে গেলেন বীরভূম জেলার তৃণমূল সাংসদ অনুব্রত মণ্ডল।
ফলে এই দেশে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে ঠিক কি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

এমত অবস্থায়, চরম অস্বস্তিতে শাসকদল। এই পরিস্থিতিতে যে কোনও ধরনের দুর্নীতির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে তৃণমূল। সামনেই পঞ্চায়েত ভোট আছে। সকলের কাছে ভালো ভাবমূর্তি রাখতে চায় তৃণমূলের শীর্ষ নেতারা। তাই শুক্রবার দলের সেকেন্ড ইন কম্যান্ড জেলাওয়াড়ি বৈঠকে বসছেন তেমন বার্তাই দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাঁকুড়া, বিষ্ণুপুর ও পুরুলিয়ার নেতাদের নিয়ে ক্যামাক স্ট্রিটের অফিসে সাংগঠনিক বৈঠক করেন তিনি। তিনি বলেছন, ব্যক্তি স্বার্থে নয়, ভালবেসে দল করতে হবে। যারা ভালোবেসে দল করবে, দল তাদেরকে বেশি করে কাজে লাগাবে।” বিশেষ সূত্রে তেমনি জানা যাচ্ছে। তিনি এও বলেন যে, ভালো মানুষদের সামনে নিয়ে আসতে হবে।

আরো পড়ুন: রেপো রেট বৃ’দ্ধি করেই মুদ্রা’স্ফী’তি কমিয়ে ন’জ’রে RBI

দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝিয়ে আসতে হবে। বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। সেটা বন্ধ করতে হবে।
জানা যাচ্ছে অভিষেক বীরভূম নিয়েও দ্রুত বৈঠকে বসবেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বোলপুরে, যা এযাবৎ ছিল ‘ওয়ান ম্যান আর্মি’ ছিল সেখানে এখন ‘টিম গেম’ এর পরিকল্পনা করছে শীর্ষ নেতৃত্ব।

বিভিন্ন রাজনৈতিকদের মতে, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যা কেলেঙ্কারি হলো তার উপর আবার অনুব্রত মণ্ডল গ্রেফতার এই সবকিছু নিয়েই তৃণমূলের শীর্ষ নেতা বিশেষ মন্তব্য করেন নি। তিনি আপাতত যে ভালো ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটা কিভাবে ফেরানো যায় তার চিন্তায় মশগুল। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সাংগঠনিক ভিত মজবুত করার পাশাপাশি দল ও দলের জনপ্রতিনিধিদের স্বচ্ছ ভাবমূর্তির ওপর জোর দিচ্ছেন নেতৃত্ব।