সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেপো রেট বৃ’দ্ধি করেই মুদ্রা’স্ফী’তি কমিয়ে ন’জ’রে RBI

আমাদের দেশের সবচয়ে বড়ো সমস্যা মুদ্রাস্ফীতি। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে মধ্যবিত্তের। তবে এই জুলাইয়ে তড়তড় করে নামল মুদ্রাস্ফীতির পরিমাণ। বিপদসীমা পেরিয়ে যাওয়ার পর, এই প্রথমবারের জন্য আশার আলো দেখা গেলো দেশে। ব্যাপক পড়ল মুদ্রাস্ফীতি। 6.7% নেমে গেল মুদ্রাস্ফীতি। আর এই ম্যাজিক টা আর কেউ নয় আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং সংস্থা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। রেপো রেটেই কামাল করলো আরবিআই।

পর পর ৩টে আর্থিক কমিটির বৈঠকে সুদের হার বৃদ্ধি করেছে আরবিআই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য। আর তাতে মিলেছে সুফল। অনেকটাই মুদ্রাস্ফীতি কমানো গেছে। প্রায় ১% কমানো গেছে আগের থেকে। জুন মাসে যেখানে খাদ্য মুদ্রাস্ফীতির পরিমাণ 7.75% ছিল, সেখানে মুদ্রাস্ফীতির পরিমাণ 6.75% দাঁড়িয়েছে। 1% কমেছে মোট মুদ্রাস্ফীতির পরিমাণ।

অন্যদিকে পাইকারি বাজারে মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে 6.7%। জুন মাসে এই মুদ্রাস্ফীতির পরিমাণ ছিল 7.01%। অর্থাৎ 0.4% হ্রাস পেয়েছে মুদ্রাস্ফীতির পরিমাণ। এক লাফে 50 টি বেসিদ পয়েন্ট সুদ বৃদ্ধি করেছে আরবিআই। যার ফলে ফের একবার ফিক্সড ডিপোজিটের সুদ বৃদ্ধি করতে চলেছে দেশের একাধিক ব্যাঙ্ক। বাড়বে, বাড়ি-গাড়ি সহ একাধিক ঋণের উপর সুদের পরিমাণও।

আরো পড়ুন: মানুষ খাবে কি? ডিমের বি’রা’ট দাম বৃ’দ্ধি

যদিও খুব বেশি কমানো যায়নি তাই আরবিআই – এর এখনও চাপমুক্ত হয়নি। দেশের মুদ্রাস্ফীতি আরো কিছুটা কম করা দরকার। বর্তমানে দেশের মুদ্রাস্ফীতি 6.7%। যতদিন না মুদ্রাস্ফীতি 6% এর নীচে নামছে, অথবা মুদ্রাস্ফীতি 6% ছুঁয়ে যাচ্ছে– ততদিন পর্যন্ত, RBI চেষ্টা করে যাবে।

তবে সকলের মনেই একটাই প্রশ্ন, পরের মাসগুলোতেও কি রেপো রেট এভাবেই বৃদ্ধি করবে আরবিআই? আর করলেও পরে কি মুদ্রাস্ফীতি আরো কমবে? সেটাই এখন দেখার যে, যদি আরবিআই আবারও রেপো রেট বাড়ায় মুদ্রাস্ফীতি কমে কি না।