সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মানুষ খাবে কি? ডিমের বি’রা’ট দাম বৃ’দ্ধি

আমরা দেখেছি কদিন আগেই জ্বালানির দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ সরকার। ফলে বাসের ভাড়া বেড়েছে। জিনিস পত্রের দাম বেড়েছে। কারণ পরিবহন খরচ বেড়েছে। এভাবেই আর্থিকগত দিক থেকে বাংলাদেশের অবস্থা বেহাল। এই অবস্থায় জানা যাচ্ছে বাংলাদেশে ডিমের দামও অনেক বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। ফলে সাধারণ মানুষ খুব অসুবিধাতে পড়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকায় ফার্মের মুরগির বাদামি ডিম চড়া দামে বিক্রি হচ্ছে। একটি ডিমের দাম প্রায় সাড়ে ১২ টাকা। এক ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিকচ্ছে। কিছুদিন আগেও যে ডিম ১০ টাকায় পাওয়া যেত এখন সাদা ডিমের দাম মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়ে ১২ টাকা হয়ে গেছে। হাঁসের ডিম প্রত্যেকটি ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এত ডিমের দাম এর আগে কখনো বাড়েনি বলে জানায় ক্রেতা ও বিক্রেতারা। তাঁরা জানিয়েছেন ২০০৯-২০১০ সালে বার্ড ফ্লুর কারণে বিভিন্ন খামার বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় জো গানের অভাব তৈরি হয়, পরে অস্বাভাবিকভাবে ডিমের দাম বেড়েছিল। কিন্তু পরে তা কমে যায়। কিন্তু এবার আবার তেমন দাম বেড়ে যাওয়ায় খুব সমস্যায় পড়েছে মধ্যবিত্ত মানুষজন।

আরো পড়ুন: আহত লেপার্ড-র পা’য়ে রাখি পরিয়ে দিলেন এক রাজস্থানি গৃহবধূ, ভাইরাল ছ’বি

অনেকে তো এটাও বলছে বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতন না হয়ে যায়। পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার মহসিন প্রথম আলো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মুরগির প্রতি অনেক বেশি খরচ হচ্ছে, ফলে ডিমের দাম ও বৃদ্ধি পাচ্ছে।

রাশিয়া- ইউক্রেনের যুদ্ধের জন্য দেশে ভুট্টা আসছে না পর্যাপ্ত পরিমাণে, ফলে যত টুকু মুরগির খাবার সঞ্চয় হচ্ছে তাতে করে সবটুকু ব্যালান্স করা মুশকিল হয়ে পড়ছে। আবার অন্যদিকে পুষ্টিবিদ দের মতে, সাধারণ মানুষের পক্ষে রোজ মাছ মাংস কেনা সম্ভব হয়না তাদের প্রোটিনের উৎস বলতে ডাল আর ডিম। সেই ডিমেরই যদি এত দাম বাড়ে সাধারণ মানুষ কোথায় যাবে। তাই বাংলাদেশের এই পরিস্থিতি বলাই বাহুল্য সঙ্কটজনক হয়ে পড়ছে সাধারন মানুষের পক্ষে ।