সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আহত লেপার্ড-র পা’য়ে রাখি পরিয়ে দিলেন এক রাজস্থানি গৃহবধূ, ভাইরাল ছ’বি

সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন কত কিছুই ভাইরাল হতে দেখি আমরা। সেরকমই এক আশ্চর্য কাণ্ড দেখা গেলো কাল। গতকাল রাখিবন্ধনের দিন রাজস্থানে দেখা গেলো একটা চিতাবাঘের পায়ে রাখী বেঁধে দিচ্ছেন এক রাজস্থানি বধূ। ছবিতে দেখা যাচ্ছে একটা গোলাপী কাপড় পড়া মহিলা হাতে লাল চুড়ি একটা চিতাবাঘের পায়ে রাখী পরিয়ে দিচ্ছেন।

আর সেই বাঘভায়াও দিব্যি বসে রয়েছেন। রাখী পড়ছেন। অসাধারণ দৃশ্য তাই না! আমরা এদের হিংস্র বলেই জানি। সামনে যাওয়ার সাহস অবধি দেখাই না। আর সে কি সুন্দর রাখী পড়ছে। রাখী পড়ার পর তাকে বন দফতরের গাড়িতে তুলে দেওয়া হয়। সেই ছবিটি শেয়ার করেন ইন্ডিয়ান ফরেস্ট অফিসার সুশান্ত নন্দ৷

ছবিটি ট্যুইটারে শেয়ার করে তিনি লিখেছেন ‘‘যুগ যুগ ধরে ভারতে মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান চলছে৷ বন্যপ্রাণীর প্রতি নিঃশর্ত ভালবাসাই এই বন্ধনের সূত্র ৷’’ রাখিবন্ধন হলো একটা মানুষের সাথে আরেকটা মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় করা একটি সূত্রে। শুধু মানুষের সাথেই নয় আমাদের সকল প্রিয়জনদের সাথেই।

আরো পড়ুন: অনুব্রতকে গ্রে’ফ’তা’র করায় সোনাঝুড়ির হাট ব’ন্ধ, প্র’তি’বা’দ ব্যবসায়ীদের

এই দিন অনেক ভিডিওতে দেখা গেছে সে তার বাড়ির কুকুরের পায়ে বা বিড়ালের পায়ে রাখী বেঁধে দিয়েছে। এমন সুন্দর সম্প্রীতির ছবি আর হয়তো দেখা যায়না। এই ছবিতে প্রায় ৯০০ এর ও বেশী লাইক পড়েছে। রিটুইট করা হয়েছে ৯০ বারের ও বেশী। অনেকেই প্রশংসা করেছেন ওই মহিলাকে। এক জন বলেছেন, ” রাখি পরিয়ে দেওয়া প্রতীকী৷


এই স্নেহ ও ভালবাসা অসাধারণ৷ এই বধূ আচরণে সেই ভালবাসা ফুটে উঠেছে৷ বনাঞ্চল যাঁরা রক্ষা করেন, সেই সকল কর্মীদের অসংখ্য ধন্যবাদ৷’’ আবার আরেকজন বলেন, এটাই হওয়া দরকার৷ বন ও বন্যপ্রাণের সঙ্গে আমাদের সহাবস্থান দরকার৷ এই পৃথিবীকে ঈশ্বর সকল প্রাণীর জন্য সৃষ্টি করেছেন৷ শুধুমাত্র মানুষের জন্য নয়৷’’