Home রাজ্য অনুব্রতকে গ্রে’ফ’তা’র করায় সোনাঝুড়ির হাট ব’ন্ধ, প্র’তি’বা’দ ব্যবসায়ীদের

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনুব্রতকে গ্রে’ফ’তা’র করায় সোনাঝুড়ির হাট ব’ন্ধ, প্র’তি’বা’দ ব্যবসায়ীদের

গত বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন বীরভূম জেলার তৃণমূল সাংসদ নেতা অনুব্রত মণ্ডল। গোরু পাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আর সেই নিয়েই চলছে নানা রকম রাজনৈতিক চর্চা। অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেন সিবিআই। আর সেই কারণেই নাকি বন্ধ থাকবে একদিনের জন্য সোনাঝুরি হাট।

এই সিদ্ধান্ত নাকি নিয়েছে সোনাঝুরী হাটের বাজার কমিটি। আর এই নিয়েই ওই এলাকায় চলছে তোলপাড় কাণ্ড। যথারীতি আজ শনিবার সোনাঝুরি হাত শুনশান। কোনো বিক্রেতা বসেনি তার পসার নিয়ে। পর্যটকরা গিয়ে ফিরে এসেছেন। আজ সেখানে ফাঁকামাঠ ছাড়া কিছুরই দেখা মেলেনি।

বোলপুরের শান্তিনিকেতন যাওয়া মানেই এই সোনাঝুরি হাটে যাবেনই পর্যটক। সেখানের পোড়া মাটির গয়না থেকে শুরু করে হতে বোনা শাড়ি সবই বিখ্যাত। সকল পর্যটকদের কাছে এটা একটা ঐতিহ্যবহন করে আসছে। আজ সেই হাট না দেখেতে পেয়ে তারা হতাশ বলাই বাহুল্য।

আরো পড়ুন: গোয়ার পঞ্চায়েত নির্বাচনে উ’ড়’লো গেরুয়া আবীর, বি’রা’ট জয় বিজেপির

শোনা যায়, অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর আজ হাট বন্ধ করে দেয় তৃণমূলের নেতারা। এখানে ঘোষণা করা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্যই এই হাটে সকল শিল্পীরা রোজগার করতে পারে আর তাঁকেই অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে তাই হাট আজ বন্ধ থাকবে। একটা মিছিল ও বেরোবে বলে বলা হয়।

আর এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজেপিরা।বিজেপি নেতা অনুপম হাজরা বলেন টুইট করে, গো – মাতা হরণকারী শ্রী ঘরে যাওয়ার প্রতিবাদে মিছিল। ঐতিহ্যবাহী সোনাঝুরি হাট বন্ধ করে দেওয়া হলো। আরও একবার গরীব মানুষের পেটে লাথি মারলো এরা। একদিনের জন্য কেনা বেচা বন্ধ হয়ে গেলো।

বন্ধ করুন এসব। সংবামাধ্যমে তিনি এও বলেন ,এই সোনাঝুড়ি হাট আর পাঁচটা হাটের মতন নয়। এখানে নিজের বাড়িতে বানানো হাতের কাজ বিক্রি করতে আসে কিছু সাধারণ বিক্রেতা। তাঁদেরকে আজ বলা হয়েছে বসতে দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের আজ মিছিল রয়েছে। তাদের পেটে আবারও লাথি মারা হলো।