সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরে ৩ দশক পর খু’ল’লো সিনেমা হল, চা’লু হো’ক মাল্টিপ্লেক্স

কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সে থাকছে তিনটি সিনেমা হল। যেগুলির মোট আসন সংখ্যা থাকছে ৫২০ টি। উদ্বোধন করেন জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। তবে মাল্টিপ্লেক্সের উদ্বোধন হল আমির খান অভিনীত লাল সিং চাড্ডার স্ক্রিনিংয়ের মাধ্যমে ।দীর্ঘ তিন দশক পরে কাশ্মীর পেল মাল্টিপ্লেক্স। যার ফলে সেখানকার মানুষদের বড় পর্দায় বলিউড সিনেমা দেখার জন্য আর কাশ্মীরের বাইরে যাওয়ার প্রয়োজনীয়তা ফুরালো।

১৯৮৯ – ৯০ সাল যে সময় জঙ্গিদের হামলার ফলে থিয়েটার মালিকরা সিনেমা হল বন্ধ করে দেয়, এরপর ১৯৯৯ সালে লালচকের প্রাণকেন্দ্রে রিগাল সিনেমায় জঙ্গিদের ভয়াবহ গ্রেনেড হামলার ফলে আবারো তা বন্ধ হয়ে যায়। তবে দীর্ঘ তিন দশক পরে এমন মাল্টিপ্লেক্স পেয়ে যথেষ্ট খুশি উপত্যকা মানুষজনেরা। শুধুমাত্র সিনেমা হল ছাড়াও তাতে থাকছে ফুড কোর্ড কমপ্লেক্সও। নিজেদের শহরেই বলিউড সিনেমা দেখার সুযোগ পেয়ে গেলেন মানুষজনেরা।

এদিন আইনক্স চালিত মাল্টিপ্লেক্স উদ্বোধনে এসে জম্মু-কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা উদ্বোধন করেন আরো দুই জেলার সিনেমা হল পুলওয়ামা ও সুফিয়ান জেলার সিনেমা হলগুলিও। তবে এখানেই শেষ নয় চমক বাকি রয়েছে আরো, তাঁরা ঘোষণা করেন যথা শীঘ্রই জম্মু-কাশ্মীরের প্রতিটি জেলায় বহুমুখী সিনেমা হল তৈরি করবেন তাঁরা।

কোন কোন জায়গায় তাঁরা সেগুলি করতে চলেছেন তাও উল্লেখ করেন এদিন। সেগুলি হল শ্রীনগর রাজৌরি পুঞ্চ বান্দি পোরা গান্ডারবাল অনন্তনাগ প্রভৃতি জায়গা। এদিন লাল সিং চাড্ডা ছবি দিয়ে শুরু হলেও আগামী ৩০শে সেপ্টেম্বর হৃত্বিক রোশন ও সইফ আলী খান অভিনীত বিক্রম ভেদা স্ক্রিনিং হতে চলেছে বলে জানা গিয়েছে এবং পরবর্তী সময়ে নিয়মিতভাবেই চলতে থাকবে এই মাল্টিপ্লেক্সটি।