সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিঠুনের “জিমি জিমি” গানের ধাঁ’চে চীনে প্র’তি’বা’দ করছেন বাসিন্দারা

জিমি জিমি গানটা কি আপনাদের মনে আছে? মিঠুন চক্রবর্তীর ছবির সেই গান এখন চীনে দারুণ ভাবে ভাইরাল। ডিস্কো ড্যান্সার ছবির সেই গান স্বাভাবিক ভাবেই দারুণ হিট গান। কিন্তু সম্প্রতি চিনে এই গান দারুণ ভাবে ভাইরাল হয়েছে।বাপ্পী লাহিড়ির সুর করা গান, যেখানে হিন্দির বদলে ম্যান্ডারিন ভাষা বসিয়ে প্রতিবাদের সুর চড়াচ্ছে চিনা নেটিজেনেরা।

কোভিডের বিধিনিষেধে এখন চিনা যুব সমাজ তিতিবিরক্ত। তাই তারা এবার প্রতিবাদ শুরু করেছে , এই গান চিনে এখন দারুণ ভাবে ট্রেন্ডিং। ম্যান্ডারিন ভাষায় যে গানটি করা হয়েছে , সেখানে গানের অর্থ এটা দাঁড়ায় যে আমায় কে ভাত দেবে? ভাতের জন্য আমাকে বাইরে বের হতেই হবে।আমার বাড়িতে ভাত শেষ, আমাকে বেশী ভাত দিতে হবে না।


আমার বাড়ির সদস্য মাত্র কয়েকজন। চিন জুড়ে ক্রমেই ছড়িয়ে পরেছে এই গান। জিরো কোভিড নীতিতে দারুণ ভাবে বিরক্ত চিনারা। কোভিডের বিধিনিষেধ বন্ধ করার দাবি জানাচ্ছে তারা এই গানের মাধ্যমে। চিনা সরকারের কোভিড নিয়ে বিধিনিষেধ এতটাই কড়াকড়ি হয়েছে যে, অ্যাপেলের বড় কারখানা থেকে দেওয়াল ডিঙ্গিয়ে পালাচ্ছে তারা।

আরো পড়ুন: দেব-দেবীর এমন কো’নো মূর্তি ঠাকুরঘরে ভু’ল করেও রাখবেন না, নিজেরই বি’প’দ বা’ড়’বে!

হেনান প্রদেশের ঝেংঝউতে ফক্সকন পরিচালিত কারখানাতেই এই ঘটনা, যেটা চিনে অ্যাপেলের সব থেকে বড় কারখানা। লক্ষাধিক মানুষ সেখানে কাজ করে। কয়েকজন কোভিডে আক্রান্ত হওয়ার পরেই সবাই দেওয়াল ডিঙ্গিয়ে পালাচ্ছে।