সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জী’ব’ন্ত সা’প কে ম’ন’সা দে’বী রূ’পে পূ’জা কর’ছেন গ্রাম’বাসীরা! বা’ড়’ছে ধ’র্মী’য় উ’ন্মা’দ’না

জীবন্ত সাপ কে মনসা দেবী রূপে পূজা করছেন গ্রামবাসীরা! বাড়ছে ধর্মীয় উন্মাদনা

কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা অঞ্চলের সুকুল্যাপুর গ্রামে দেখা মিলল জীবন্ত সাপ। সাপটি প্রতিদিন নিয়ম করে আসছে। সেই জীবন্ত সাপ কে মা মনসা দেবী রূপে এলাকায় বাড়ছে ধর্মীয় উন্মাদনা। জীবন্ত সাপটিকে দেখে স্থানীয় মানুষ শুরু করেছে মনসা পূজা।

এমন কি হাজার হাজার মানুষ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিন জড়ো হচ্ছে। দুধ জল আলতা সিঁদুর পূজা করছে সেই জীবন্ত মনসাকে। বাড়ছে ধর্মীয় উন্মাদনা। প্রস্তুতি শুরু হয়েছে নতুন মা মনসা মন্দির তৈরীর। স্থানীয় সকুল্লাপুর মনষা মা মনসা মন্দির কমিটি র সদস্যরা জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। এলাকাটিতে বসানো হয়েছে লাল কাপড় ও সোলার সাপ। দূরদূরান্ত থেকে প্রতিদিন মানুষের জীবন্ত সাপ কে দেখতে আসছে মনসা ভক্তরা। ‌আলতা সিঁদুর টাকা ও দুধ দিচ্ছে মা মনসা কে।

এই সাপটিকে ঘিরে স্থানীয় মা মনসা মন্দির কমিটি শুরু করেছে নিজস্ব ব্যবসা। কমিটির সদস্য সুদর্শন চৌধুরীকে স্পষ্ট বক্তব্য, সাপ পুজোকে কেন্দ্র করে যে টাকা উঠছে তা কারও ব্যক্তিগত নয়। প্রতিদিনের টাকা জমা হচ্ছে মা মনষা মন্দির কমিটিতে। সেই টাকা দিয়ে আমরা আগামী দিনে মনসা পূজো ও মনসা মন্দির তৈরি হবে।

স্থানীয় বাসিন্দা ও মনসা মন্দির পূজা কমিটির পূজারী বিষয় কর্মকার জানিয়েছেন “বিগত এক সপ্তাহ থেকে এই সাপটি আমাদের গ্রামের সকুল্লাপুর স্ট্যান্ডের পাশে একটি জায়গাতে আসছে। প্রতিদিন সকাল এগারোটার দিকে আসে। এবং দুপুরের দিকে চলে যায়। সাপকে সাক্ষাৎ মা মনসা। গ্রামের ভিতরে যে মা মনসা মন্দির আছে সেখান থেকে এসেছে। প্রতিদিন গোটা কালিয়াচক 2 নম্বর ব্লক থেকে হাজার হাজার মানুষ আছে এই সাপটিকে পুজো করে যাচ্ছে টাকা দিচ্ছে। আমরা সেই টাকাটি স্থানীয় মনসা মন্দির পুজো কমিটিতে রাখছি। এই টাকা দিয়ে আগামী দিনে মন্দির স্থাপন করা হবে।”