সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রাহকদের সংখ্যা বা’ড়’ছে Airtel-র, Jio-কে টে’ক্কা দিয়ে লা’ভ বাড়ছে সংস্থার

টেলিকম জগতে যখন জিও নিজেদের শাখা প্রশাখা বিস্তার করতে ব্যস্ত তখনই airtel নিজের জায়গা আরেকটু বেশি শক্ত করে ফেলল সম্প্রতি। গতকাল মঙ্গলবার এয়ারটেলের তরফ থেকে 2022 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের আর্থিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

আর সেখানেই মোট লাভ বৃদ্ধি পেয়েছে 91.4 %।  সবার ভবিষ্যৎবাণীকে একেবারে ভুল প্রমাণিত করে জিওকে পিছনে ফেলে দিয়েছে এয়ারটেল , 2022 সালের শেষ ত্রৈমাসিকে মোট 1,588.2 কোটি টাকা লাভ করেছে, তার ফলে সংস্থার রেভিনিউ বেড়েছে 19.9 শতাংশ।

এখানেই শেষ নয় এয়ারটেলের গ্রাহক প্রতি গড় আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 30 টাকা। 2021 সালে যেখানে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আয় ছিল 163 টাকা, সেখানেই 2022সালে সেটা 193 টাকায় দাঁড়িয়েছে।

আরো খবর: ২০ শতাংশ ইথানল মি’শ্রি’ত পেট্রোল বি’ক্রি শুরু হলো ১১ টি রাজ্যে, কি লা’ভ হবে তাতে?

ভারত ছাড়াও এয়ারটেলের আফ্রিকায় ব্যবসা রয়েছে। সেখানেও এয়ারটেল লাভের মুখ দেখেছে, 18% এর মতো লাভ হয়েছে তাদের।ভারতের ব্যবসা থেকে সংস্থার মোট লাভ 19.4 শতাংশ বেড়ে হয়েছে 24,962 কোটি টাকা।

অবশ্য এই বিষয় নিয়ে সংস্থার MD গোপাল ভিত্তাল জানিয়েছেন, আমরা আমাদের সমস্ত ব্যবসায় প্রতিযোগিতামূলক ও সামঞ্জস্যপূর্ণ একটি ত্রৈমাসিক ডেলিভারী করেছি। তাছাড়া এখন ৬৪ লক্ষ গ্রাহক এয়ারটেল ফোরজি সাথে যুক্ত রয়েছে। এর সাথেই গ্রাহক প্রতি গড় আয়ের পরিমাণ বৃদ্ধিতে রেকর্ড করেছে এয়ারটেল।