সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধান্দাবাজদের দ’লে থাকতে দে’বো না, মুকুল যে’তেই সু’র চ’ড়া’লে’ন দিলীপ ঘোষ

বিজেপির এককালীন সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাগমনকে কেন্দ্র করে এই মুহূর্তে উত্তাল হয়ে রয়েছে রাজনৈতিক মহল। মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করাতে কার্যত বিজেপি নেতাকর্মীরা অত্যন্ত ক্ষুব্ধ তার উপর। গতকাল তৃণমূল শিবিরে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনেই অর্জুন সিং, সৌমিত্র খাঁয়েরা তার বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেন। তবে গতকাল অবশ্য চুপ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

তবে ঘটনার ঠিক এক দিন পরেই মুকুল রায়ের বিরুদ্ধে মুখ খুললেন দিলীপ ঘোষ। মুকুল রায় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, কিছু মানুষ বিজেপিতে এসেছিলেন ধান্দাবাজি করার জন্য। এদের কাজ পার্টির ভেতরে গন্ডগোল বাঁধানো! তবে তারা পার্টিতে থাকতে পারবে না। বিজেপি শিবির তাদের দলে থাকতে দেবেনা! মুকুল রায় সম্পর্কে বলতে গিয়ে তিনি আরো বলেছেন, কিছু কিছু মানুষ দলবদলকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে পা রাখার পর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠতে থাকে যে মুকুলহারা বিজেপি কার্যত এইবার জোর ধাক্কা খেলো। তবে বিজেপি শিবির অবশ্য তা মানতে নারাজ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের স্পষ্ট বক্তব্য, মুকুল রায় তো তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিলেন। এতে তৃণমূলের কোনো ক্ষতি হয়েছিল কি? তাহলে বিজেপি ছেড়ে তৃণমূলে গেলে বিজেপির ক্ষতিই বা হবে কেন? প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত উল্লেখ্য, মুকুলঘনিষ্ঠদের দাবি মুকুল রায়কে পার্টিতে যোগ্য সম্মান দেয়নি বিজেপি। এ প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, দলের তরফ থেকে তাঁকে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি করে দেওয়া হয়েছিল। যদি এর পরেও তিনি নিজেকে বঞ্চিত মনে করেন তাহলে সেটা একান্তই তার ব্যক্তিগত মনে হওয়া বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।