সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাংক জালিয়াতি ও জা’ল নোটের কারবারে দেশের ম’ধ্যে স’র্ব’শ্রে’ষ্ঠ পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ ব্যাঙ্ক জালিয়াতি ও জাল নোটের কারবারে এগিয়ে। NCRB-র সাম্প্রতিক রিপোর্টে এবার এমন এক তথ্য উঠে এসেছে। সদ্য প্রকাশিত NCRB-র রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, গত বছর দেশে স্থিত অন্যান্য রাজ্যগুলির তুলনায় আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেই সবথেকে বেশি জাল নোট এবং ব্যাঙ্ক জালিয়াতি সংক্রান্ত অপরাধের অভিযোগ সামনে এসেছে।

তবে, রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গে শুধুমাত্র গত বছরেই ব্যাঙ্ক জালিয়াতি এবং জাল নোট সংক্রান্ত মোট ৮২ টি অভিযোগ সামনে উঠে এসেছিল। এদিকে, বাংলার পরেই এই তালিকায় রয়েছে অসম।

সেখানে গত বছর মোট ৭৫ টি অভিযোগ নথিভুক্ত হয়েছিল। পাশাপাশি, তিন নম্বরে রয়েছে দেশের দক্ষিণপ্রান্তের রাজ্য তামিলনাড়ু। সেখানে অভিযোগের সংখ্যা ছিল ৬২।

আরো পড়ুন: “রমা তোমার সা’থে যদি আমার বি’য়ে হতো” উত্তর কুমারের প্র’স্তা’বে কি বলেছিলেন মহানায়িকা?

এদিকে, মনে করা হচ্ছে যে যেহেতু, পশ্চিমবঙ্গের পাশ দিয়েই চলে গিয়েছে বাংলাদেশ এবং নেপালের মত দেশগুলির আন্তর্জাতিক সীমান্ত সেই কারণেই সীমান্তকে কাজে লাগিয়ে প্রচুর জাল নোট এই রাজ্যে লেনদেন হয়।

যদিও NCRB-র রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, এই তালিকায় মহারাষ্ট্র, রাজস্থান এবং উত্তরপ্রদেশও উপরের দিকেই জায়গা করে নিয়েছে।