সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর শ্রমিকের দরকার নেই! ২ ঘন্টার একটি কা’জ করতে এই রোবটের সময় লা’গে ১০ মিনিট!

সময়ের সাথে সাথে প্রযুক্তির কতটা উন্নতি হয়েছে সেটা নতুন করে বলার কিছু নেই। অত্যাধুনিক প্রযুক্তির কারণে গোটা বিশ্ব এখন অনেকটাই এগিয়ে গেছে। আর যার ফলেই এমন অনেক কাজ যা লোকবলে হয়ত কম সময়ে করা যেত না, কিন্তু মেশিনের দৌলতে সেটা সহজেই করা যায়। আর তার জন্য যাকে বাহবা দিতে হয় সে হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

কেউ কি ভাবতে পেরেছে মেশিন দিয়ে মানুষ একটা সময় ঘাড় ধরিয়ে কাজ করে নেবে। কিন্তু আজকের পরিস্থিতি একেবারেই অন্য কথা বলছে। আমরা হয়ত অনেকেই ভাবছি এই করোনার পর থেকেই হয় অনলাইনের ব্যবহার বেশী বৃদ্ধি পেয়েছে কিন্তু তেমনটা একেবারেই নয়।

এর আগের থেকেই হয় আসছে এই সমস্ত কিছু কিন্তু করোনার পরে সেগুলো সংখ্যায় বৃদ্ধি পেয়েছে। ইজরায়েলে তেল আভিভের একটি সংস্থা সম্প্রতি একটি রোবট বানিয়েছে। যেটা কিনা অনলাইন কেনাকাটায় আরও বেশী গতি আনতে চলেছে। কারণ এবার নাকি গুদামে কর্মীদের বদলে কাজ করবে রোবট।

আরো খবর: ৬০ বছরে মাত্র ২৬ টি বি’য়ে, স্বপ্ন একটাই, সেঞ্চুরি করে সবাইকে দেবেন ডি’ভো’র্স! এ কি বলছেন বৃদ্ধ

আর যার কারণেই ৫০ জন মানুষের কাজ একটি রোবটই করে ফেলতে পারবে তাও কম সময়ের মধ্যে। 1M Robotics হিসেবে তাকে চেনা যায়। রোবট তার কাজ করবে জিনিস প্যাকিং করবে, ও কর্মীরা সেগুলো যথা স্থানে নিয়ে যাবে। সংস্থার তরফ থেকে জানানোহয়েছে, যে কাজট আকরতে হয়ত ২ ঘন্টা সময় লাগত সেটাই এবার ১০ মিনিটের মধ্যে করা সম্ভব।

আগে মানুষের কাছে একটি জিনিস পৌছতে অনেকদিন সময় লাগত কিন্তু এখন সেটা সহজেই মাত্র একদিনের মধ্যেই চলে যেতে সক্ষম। রোবটটি অর্ডার পেয়েই প্যাক শুরু করে দেয়, আর কর্মীরা শুধুজিনিসগুলোকে পৌছে দেয় ওয়্যার হাউজে।