সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কমলো অশোধিত তেলের দা’ম! কলকাতায় পেট্রোলের দা’ম ক’তো?

আজকাল মানুষ কাজে- অকাজে সবেতেই যানবাহন নির্ভর হয়ে পড়েছে বেশি। অল্প বিস্তর সব বাড়িতেই রয়েছ মোটর সাইকেল বা স্কুটার। তাছাড়া সকল পণ্য পরিবহনে পেট্রল ও ডিজেল চালিত গাড়ির উপরই ভরসা করতে হয় সাধারণ মানুষকে। ফলে বাজারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়লেই মাথায় হাত পরে যায় আমজনতার। আর আমাদের কলকাতায় দীর্ঘ ১৫০ দিনে একটুও দামের হের ফের হয়নি বলে জানা যাচ্ছে।

কিন্তু অশোধিত তেলের দাম কমেছে বলেই জানা যাচ্ছে। ব্যারেল প্রতি ক্রুড অয়েলের দাম নেমে হয়েছে ৯২ ডলারের আশেপাশে। যা কিনা একসময় ছিল ১৩০ ডলারের কাছাকাছি। ফলে সকলেই আশা করেছিলেন যে এবার হয়তো একটু দাম কমবে কিন্তু ততটাও দাম কমার লক্ষণ দেখা যাচ্ছে না এখনও।

এই নিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, যে হারে অশোধিত তেলের দাম কমেছে তাতে জ্বালানির দাম কমা উচিত ছিল। কিন্তু না কমার পিছনে কারণ স্বরূপ তারা মনে করছেন যে, গত কয়েক মাস থেকে ডলারের বিপরীতে টাকার দরে ক্রমান্বয়ে পতন চিন্তা বৃদ্ধি করছে। মনে করা হচ্ছে, এরফলেই দেশে জ্বালানির দাম কমতে পারছে না।

আরো পড়ুন: ফ্লাইট ও’ড়া’র সময় প্লেনের ১০০ কেজি ওজনের চা’কা খ’সে পড়লো মাটিতে, এরপর যা হ’লো

কারণ, বিশ্ব বাজার থেকে ডলারের বিনিময়েই অশোধিত তেল কেনা হয়। ফলে ডলার বেশি খরচ হলে তার প্রভাব ঘুরে পড়ে দামের উপরেই। আর সেই জন্যই জ্বালানির দাম কমানো যাচ্ছে না। আসুন দেখে নেওয়া যাক আজ কোথায় কত দাম রয়েছে।

দিল্লিতে পেট্রল ও ডিজেলের দাম:- খবর অনুযায়ী রাজধানী দিল্লিতে জ্বালানির দাম সবচেয়ে কম রয়েছে বলে জানা যাচ্ছে। পেট্রোল লিটার প্রতি ৯৬.৭২ টাকা। ও ডিজেল রয়েছে ৮৯.৬২ টাকা লিটার। যা অনেক রাজ্যের থেকে কম দাম।

কলকাতায় পেট্রল ও ডিজেলের দাম :- আমাদের কলকাতায় পেট্রোলের দাম যদিও একই আছে লাস্ট ১৫০ দিন ধরে। এই শহরে লিটার প্রতি পেট্রলের দাম রয়েছে ১০৬.০৩ টাকা। অন্যদিকে, ডিজেলের দর রয়েছে ৯২.৭৬টাকা।

চেন্নাইয়ে পেট্রল ও ডিজেলের দাম :- দক্ষিণ ভারতের শহর গুলোতেও তেমন দাম কমতে দেখা যাচ্ছে না। যেমন চেন্নাইতেও জ্বালানির দামে কোনও পরিবর্তন আসেনি। এই শহরে প্রতি লিটার পেট্রলের দাম রয়েছে ১০২.৬২ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম ৯৪. ২৪ টাকা।

মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের দাম :- স্বপনের নগরী মুম্বাই। এখানে সব জিনিসেরই দাম বেশি থাকে। এখানে বসবাস করার জন্য মিনিমাম খরচ যা হয় সেই টাকায় অন্য জায়গায় অনেক ভালো ভাবে জীবন যাপন করা যায়। আর এখানে গাড়ি ঘোড়া চলেও অন্য রাজ্যের তুলনায় বেশি তাই এখানে জ্বালানির দাম চড়া থাকবে সেটাই স্বাভাবিক। আর তাই মুম্বইতে পেট্রলের দাম রয়েছে ১০৬.৩১ টাকা প্রতি লিটার। ও প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে ৯৪.২৭টাকা।