সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রা’ন্স’জে’ন্ডা’রদের নিয়ে শুরু হলো চায়ের দোকান, বড় উ’দ্যো’গ রেলের, কোথায় হ’লো এই স্টল?

ভারতীয় রেলকে বলা হয় ১৩০ কোটি মানুষের লাইফলাইন, যা দশকের পর দশক ধরে সেবা দিয়ে আসছে দেশের নাগরিকদের। এই ভারতীয় রেল সম্পর্কে নতুন এক খবর সামনে এসেছে যা জানলে সত্যিই ভারতীয় রেল সম্পর্কে আপনার বুকের ছাতি চওড়া হবেই। নিজেদের অভিনব উদ্যোগে মাঝে মধ্যেই বড়সড় চমক আনে ভারতীয় রেল।

এবার অসমের গুয়াহাটি রেলস্টেশনে এক চায়ের দোকান স্থাপন করা হল ভারতীয় রেলের তরফে , যেখানে গোটা দোকানটিই পরিচালিত হচ্ছে ট্রান্সজেন্ডারদের দ্বারা।

দোকান নির্মাণ করেছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। ট্রান্সজেন্ডারা বরাবরই সমাজের অবহেলিত সম্প্রদায়। নিজের মতো করে জীবনের পথে এগিয়ে যেতে পদে পদে বাঁধা পান তারা। এদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতেই এমন পদক্ষেপ করেছে রেল।

শুক্রবার গুয়াহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ‘ট্রান্স টি স্টল’ উদ্বোধন করেছেন নর্থ-ইস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার আনশুল গুপ্তা।’নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে’র সঙ্গে এই অভিনব উদ্যোগে যুক্ত হয়েছে ‘অল আসাম ট্রান্সেজেন্ডার অ্যাসোসিয়েশন’। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনশুল গুপ্তা বলেন, ‘এটি ট্রান্সজেন্ডারদের জন্য দেশের যেকোনও সরকারি সংস্থার প্রথম উদ্যোগ’।

আরো খবর: অভিষেক বচ্চন নয়, প্রথমে কাকে বি’য়ে করেছিলেন ঐশ্বর্য? জানুন কা’হি’নী

আসাম ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ডের সহযোগী ভাইস চেয়ারম্যান স্বাতী বিধান বড়ুয়া বলেছেন যে তিনি আশাবাদী যে আগামী দিনে আরও ট্রান্স লোকদের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। প্রসঙ্গত,কেন্দ্র গত বছর ট্রান্সজেন্ডারদের জন্য একটি প্রকল্প অনুমোদন করেছিল। যার নাম ‘সাপোর্ট ফর মার্জিনালাইজড ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফর লাইভলিহুড’ এর আওতায়।