সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SSC অফিস ঘেরাও ক’রে রেখেছে CRPF, মধ্যরাতে নি’র্দে’শ হাইকোর্টের

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় চাকরিপ্রার্থীদের আরজি গ্রহণ করা হলো। রাত 12:30 এর মধ্যে সিআরপিএফকে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘিরে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছেন এই সময়ের পর থেকে কমিশনের অফিসে কোনো আধিকারিক বা কর্মীকে ঢুকতে দেওয়া যাবে না।

বুধবার রাতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নিজের চেম্বারে মামলাটি শুনেছেন। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন মামলাকারীরা।

মঙ্গলবার রাজ্যের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি দুর্নীতিতে নম্বর জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান। তিনি ইস্তফা দেওয়ার কথা শুনে বিষ্ময় প্রকাশ করেছেন বিচারপতি।

আরো পড়ুন: সরকারি চাকরি বি’ক্রি হয় না, কলকাতার রাস্তায় হোর্ডিং লাগানোর প্রস্তাব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন কমিশনের হাতে থাকা হার্ডডিস্ক সহ নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সংরক্ষণ করা হোক। পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটির সদস্য কিংবা তাদের লোকজন সেই নথি নষ্ট করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবী।

অধ্যাপক মজুমদারের ইস্তফা দেওয়ার পর কারা কারা কমিশনের অফিসে প্রবেশ করেছেন সিসিটিভি ফুটেজে তা খতিয়ে দেখা হোক বলে দাবি করেছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন সিআরপিএফ যেন কমিশনের অফিস ঘিরে ফেলে।

সিবিআই আধিকারিকরা ছাড়া কেউ কমিশন অফিসে প্রবেশ করতে পারবেন না। বৃহস্পতিবার দুপুর একটা পর্যন্ত আচার্য সদন কেন্দ্রীয়বাহিনীর ঘেরাটোপে থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের সচিবকে হাইকোর্টে সিসিটিভি ফুটেজ পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে।