সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোনো স্বপ্ন ন’য় বরং বাস্তব, ১২৬৯ টা’কা বি’নি’য়ো’গে হ’তে পারেন কোটিপতি

বর্তমান সময়ে আপনার কষ্টার্জিত অর্থ সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারলে সেই অর্থ আপনার কাজে লাগবেই। এখন ব্যাঙ্কেও সুদের হার অনেক কম। তার থেকে বরং আপনি SIP Investment/ systematic investment plan করে দেখতে পারেন। এখানে কম কম অর্থ দিয়েও আপনার প্রচুর লাভ করার সম্ভাবনা থাকে।

কথায় আছে “মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্টড টু মারকেট রিস্ক”। অর্থাৎ অর্থের রিটার্ন নির্ভর করে বাজার উত্থান-পতনের উপর। যদিও এটাও মনে রাখা দরকার, দীর্ঘমেয়াদি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করলে আপনি লাভ অবশ্যই পাবেন।

উদাহরণস্বরূপ হিসেবে বলা যায়,আপনি 1269 টাকা প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে রাখেন তাহলে পরিকল্পনা শেষে আপনি দুই কোটি টাকা পর্যন্ত পেতে পারেন। শুনতে আবাক লাগলেও এরকম ঘটে। তবে সেক্ষেত্রে পরিকল্পনা দীর্ঘমেয়াদি হতে হবে।

যদি আপনি 25 বছর বয়স থেকে প্রতি মাসে 1269 টাকা বিনিয়োগ করেন। আর যদি 12% হারে বার্ষিক রিটার্ন পান তবে বিনিয়োগ শেষে অর্থাৎ ওই 60 বছর বয়সে আপনার হাতে আসতে পারে দুই কোটি টাকা। এই ৩৫ বছরে আপনার নিজের বিনিয়োগ অ্যামাউন্ট থাকছে 41,26,011টাকা। আর রিটার্নে বাকি টাকা পেয়ে যাবেন।