সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইংরেজ’বাজার ২০ নং ও’য়া’র্ডে নির্বা’চনী প্র’চা’র কর’লেন মহিলা প্রা’র্থী চৈতালি ঘোষ সরকার

ইংরেজবাজার ২০ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচার করেন মহিলা প্রার্থী চৈতালি ঘোষ সরকার

মালদা,১৪ ফেব্রুয়ারি : ইংরেজবাজার পৌরসভায় নারী শক্তির উত্থান।
২৯ টি ওয়ার্ডের মধ্যে ১৬ টি ওয়ার্ডে মহিলা প্রার্থী করেছে তৃণমূল।

সোমবার সকালে স্ত্রী প্রার্থী চৈতালি ঘোষ সরকারের সমর্থনে মাইক হাতে প্রচার করলেন স্বামী দুলাল সরকার।
এদিন ২০ নং ওয়ার্ডের কোঠাবাড়ি সবজি বাজার সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন মহিলা প্রার্থী চৈতালি ঘোষ সরকার।
মাইক হাতে স্ত্রী প্রচার করেন স্বামী দুলাল সরকার। এর আগে তিনি কুড়ি নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই নির্বাচনে তিনি ২২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।

চৈতালি ঘোষ সরকার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তিনি মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। তিনি বলেন মহিলাদের কাছে মহিলারা নির্বিঘ্নে সমস্ত ধরনের কথা বলতে পারেন। তাই উন্নয়নই তাই প্রথম লক্ষ্য।
জেতার ব্যাপারে নিশ্চিত তিনি।

দুলাল সরকার বলেন, পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও প্রতিদ্বন্দ্বিতা করছে পুর নির্বাচনে।
নারী শক্তির উত্থান করার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্যে।