Home অফবিট দেশের এই দুই স্টেশনের দূরত্ব অ’তি’ক্র’ম করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড,...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের এই দুই স্টেশনের দূরত্ব অ’তি’ক্র’ম করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড, রয়েছে আপনার শহর কলকাতাতেই

আমাদের দেশে এমন অনেক কিছুই আছে যা অন্যান্য দেশে নেই। আর তাই তো আমাদের দেশ এত বিখ্যাত। ভারতবর্ষের এরকম নানান প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন বহু অসামান্য রেল স্টেশন, যেগুলিকে ঘিরে রয়েছে অনেক জানা অজানা ইতিহাস। যেমন আমরা সাধারণত দেখি একটা রেল স্টেশনের থেকে আরেকটি স্টেশনের দুরত্ব বেশ কিছু কিলো মিটার।

কিন্তু আমাদের এই দেশে এমন স্টেশনও রয়েছে যার দুরত্ব আরো একটা স্টেশনের থেকে মাত্র এক সেকেন্ডের। অবাক হলেও সত্যি যে, এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র ২০০ মিটার! সাধারণত, দুটি আলাদা আলাদা স্টেশনের মধ্যে অনেকটাই দূরত্ব থাকে।

হল্ট থেকে স্টেশনগুলোর দূরত্ব অন্তত ২-৩ কিমি হয়ে থাকে। কিন্তু আমাদের খোদ কলকাতার মধ্যেই এমন স্টেশন রয়েছে যার একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন মাত্র ১২ টি কোচের দূরত্ব।

আরো খবর: সাহেব তো অন্য গ্রহের মানুষ, তাকে কেউ ছুঁ’তে পারবে না, কাকে নিয়ে এমন ম’ন্ত’ব্য কালীঘাটের কাকুর?

মানে একটি ট্রেন দাড়িয়ে গেলে আরেকটি স্টেশন থেকে উঠে পড়তে পারবে এতটাই কম দূরত্বের। আর এই স্টেশন দুটি হলো স্টেশন দুটি হল কলকাতা সাব-আর্বান রেলের অধীনে টালিগঞ্জ স্টেশন এবং লেকগার্ডেন্স স্টেশন।

খুবই সামান্য দূরত্ব এই স্টেশনদুটির মধ্যে। টালিগঞ্জের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন্সের প্ল্যাটফর্মের দূরত্ব মাত্র ১১০ মিটার! শুনলে অবাক হয়ে যাবেন, এই দূরত্ব লোকাল ট্রেনের ৪ টে বগির সমান।

এতে অনেক মানুষের সুবিধে হয়েছে যারা এই দুই স্টেশন ব্যাবহার করেন। আর এমন কম দূরত্বের স্টেশন এই একটাই আছে আমাদের দেশে। এই ভাবেই বিভিন্ন দিক থেকে ঐতিহ্য পূর্ন হয়ে উঠেছে আমাদের এই দেশ যা অনেকেরই অজানা।