সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব ভু’য়ো ওয়েবসাইট ও ফে’ক ফোন নম্বর ব্ল্যাক লিস্টে চ’লে যাবে! ক’ড়া পদক্ষেপ RBI-র

আমাদের দেশে অধিকাংশ মানুষই ফ্রড ফোন কল, ফ্রড ম্যাসেজ এসবের চক্রান্তের শিকার হন। এরকম অনেক ফোন কল আসে তাতে আমাদের লিংকে ক্লিক করতে বলে বা OTP চায় আর তা দিলেই ব্যাংক ব্যালান্স জিরো হয়ে যায় । এরকম প্রতারণার শিকার বহুবার হতে হয়। আর ইদানিং এই সমস্যা আরো বাড়ছে। তাই সরকার নানা রকম পদক্ষেপ ও সতর্কতামূলক বাণী প্রচার করছেন। এরকম ব্যাংক জালিয়াতি ধরনের ঘটনার উপর বিধিনিষেধ চাপাতে আগে থেকেই উদ্যোগ নিচ্ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে নেওয়া হলো একটা নতুন ব্যাবস্থা।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি ‘ফ্রড রেজিস্ট্রি’ তৈরি করতে চাইছে। এই রেজিস্ট্রিতে যাবতীয় ভুয়ো ওয়েবসাইট, প্রতারণার সঙ্গে যুক্ত ফোনের লিস্ট করা হবে। পাশাপাশি থাকবে ডিজিটাল জালিয়াতিতে ব্যবহৃত পদ্ধতিও। প্রতারণা বিষয়ক প্রতিটি ডাটাবেস এই রেজিস্ট্রিতে উল্লেখ করা হবে। যাতে তা বাছাই করে অপরাধীদের বিরুদ্ধে সহজে ব্যবস্থা নেওয়া যায়। আপাতত জানা যাচ্ছে, এই ডেটাবেস জালিয়াতি রোধে ব্যবহার করা হবে।

আর এই প্রতারণামূলক ওয়েবসাইট ও ফ্রড ফোন কল এগুলোকে কালো রঙের তালিকা ভুক্ত করা হবে যাতে সহজেই বোঝা যায়। আর শুধু তাই নয় এই তালিকাভুক্ত হলে এটা আর কোনো কাজ করতেও পারবে না। ফলে অনেকটাই সেফ থাকবে গ্রাহকেরা।
তবে এই তালিকাভুক্ত কবে করা হবে সেটা এখনো জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি শুরু করা হবে কাজ বলে জানানো হয়েছে আরবিআই তরফ থেকে। এই ফ্রড রেজিস্ট্রি নিয়ে নানা পক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।

আরো পড়ুন: তিন ছাত্রীর চুলোচুলি, স্কুলের এই ভি’ডি’ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সবার আগে একসেস দেওয়া হবে অনলাইন পেমেন্ট মাধ্যম গুলোতে। যাতে কেউ প্রতারণা করছে দেখলেই বুঝতে পারে। শুধু তাই নয় সাধারণ মানুষ ও যাতে সতর্ক হতে পারে তার ব্যাবস্থাও করা হবে। তাই আপাতত আরবিআই তরফ থেকে পেমেন্ট সিস্টেম ও সুপারভিশন কোম্পানিগুলির সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়েছে।  এছাড়াও তাঁরা জানিয়েছে যে রিজার্ভ ব্যাঙ্কের ইন্টিগ্রেটেড ওমবডসম্যান স্কিমের আওতায় আসবে CIC ( কোর ইনভেস্টমেন্ট কোম্পানি ) গ্রাহকরাও।