সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পঞ্চায়েত নির্বাচনের প্রা’ক্কা’লে লক্ষ্মীর ভান্ডার নিয়ে নয়া পদক্ষেপ সরকারের! কি নি’র্দে’শ দেওয়া হলো?

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার গৃহবধূরা সরকারের কাছ থেকে প্রতি মাসে আর্থিক সহায়তা পান। তফসিলি জাতি-উপজাতির ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মহিলারা মাসে ১০০০ টাকা এবং সাধারণ (জেনারেল) শ্রেণির মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পান। এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করানো হয়।

বর্তমানে বাংলার প্রায় ১ কোটি ৬৯ লক্ষের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmi Bhandar Scheme) সুবিধা পাচ্ছেন। সূত্রের খবর, এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ৪৭৪ টি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন পত্রে ত্রুটি রয়েছে।

এর ফলে এই আবেদনপত্র গুলি এখনও অনুমোদন করা যায়নি। এই ত্রুটিযুক্ত আবেদন পত্রগুলির দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন মুখ্য সচিব। বুধবার এক বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন যে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আবেদনপত্র গুলি ত্রুটি মুক্ত করার যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে৷

আরো খবর: আজ বাংলায় অমিত শাহ, পয়লা বৈশাখেও থাকবেন রাজ্যেই, কি কি কর্মসূচি?

বিভিন্ন মহলে এই নির্দেশের পরেই শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে যে মে মাসের শেষের দিকেই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন? সেই কারণেই কি এত তড়িঘড়ি? প্রসঙ্গত, রাজ্যে চলছে দুয়ারে সরকার প্রকল্প।

প্রথম দফায় ১ এপ্রিল থেকে আবেদনকারীদের থেকে নেওয়া হবে আবেদনপত্র, দ্বিতীয় দফায় ১১ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত চলবে শংসাপত্র দেওয়া এবং সংশোধনের কাজ।

তবে দুয়ারে সরকারের সময়সীমা ২০ এপ্রিল থেকে বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এর মধ্যে রবিবার ও ছুটির দিনগুলিতে কোন কাজ চলবে না। বিরোধীদের মতে জনগণের ভোট নিজেদের দিকে টানতেই, শাসক দলের এই উদ্যোগ।