সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গে ছুটি কা’টা’তে যাবেন? বাতিল ট্রেনের তা’লি’কা ও নতুন সময়সূচি জেনে নিন

প্রায়শই ভোগান্তির শিকার হচ্ছেন শিয়ালদা লাইনের রেলে নিত্য যাত্রীরা। আবারও একগুচ্ছ লোকাল ট্রেনের পাশাপাশি কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদা লাইনে ।পূর্ব রেল সূত্রে খবর, শিয়ালদা স্টেশনে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার (৮ এপ্রিল) রাত ১০ টা ২০ মিনিট থেকে রবিবার (৯ এপ্রিল) রাত ৮ টা ২০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।

শিয়ালদা এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় রেল লাইনের নন-ইন্টারলকিংয়ের কাজ চলার ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয় কিছু দিন আগেই। প্রায় প্রত্যেক দিনই অনেক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছিল। নন- ইন্টারলকিংয়ের পর, ওভারহেডের কাজের জন‌্য হাওড়া-বর্ধমানের মধ্যে পনেরো দিন বাতিল ছিল চোদ্দোটি ট্রেন।এবার আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হল। ফলে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা।

যাত্রাপথ পরিবর্তন: শিয়ালদার পরিবর্তে কলকাতা টার্মিনালে ঘুরিয়ে দেওয়া হবে ১২৩৭৮ পদাতিক এক্সপ্রেস এবং ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ৭ এপ্রিল)।

শিয়ালদার পরিবর্তে কলকাতা টার্মিনাল থেকে ছাড়বে ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস এবং ১২৯৮৭ আজমেঢ়-শিয়ালদা এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ ৮ এপ্রিল)।

আরো খবর: কৃতি-প্রভাসের কে’মি’স্ট্রি কতটা স’ফ’ল? কবে বাগদান সারছেন তারকা জু’টি?

সময় পরিবর্তন: ৮ এপ্রিলের পরিবর্তে ৯ এপ্রিল রাত ১ টা ৪৫ মিনিটে মালদা টাউন থেকে ছাড়বে ১৩১৫৪ গৌড় এক্সপ্রেস।

৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটের পরিবর্তে রাত ৯ টা ১৫ মিনিটে হলদিবাড়ি থেকে ছাড়বে ১২৩৪৪ দার্জিলিং মেল।

৮ এপ্রিল বিকেল ৫ টা ৪০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে আলিপুরদুয়ার থেকে ছাড়বে ১২৩৭৮ পদাতিক এক্সপ্রেস। ৯ এপ্রিল সকাল ৬ টা ৩৫ মিনিটের পরিবর্তে সকাল।

৮ টা ২৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।

৮ এপ্রিল সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের পরিবর্তে বালুরঘাট থেকে রাত ১০ টা ৩০ মিনিটে ছাড়বে ০৫৪২২ বালুরঘাট-মালদা টাউন প্যাসেঞ্জার (১৩১৫৪ মালদা টাউন-শিয়ালদা গৌড় এক্সপ্রেস)।

ট্রেন বাতিল: আদিবাসী কুর্মি সমাজের আন্দোলনের জেরে কিছু ট্রেন বাতিল করা হয়েছে । ১০ এপ্রিলের ১৫৬২৯ নং তাম্বারাম-শিলঘাট টাউন নগাঁও এক্সপ্রেস এবং ১৫৯৩০ নিউ তিনসুকিয়া জং-তাম্বারাম এক্সপ্রেস বাতিল করা হয়েছে।