সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফাদার অফ অ’ল বম্বস ব্যবহার করতে চাইছে রাশিয়া! দা’বি ক’রা হচ্ছে রিপোর্টে

রিপোর্ট অনুযায়ী সব ধরনের সামরিক বাহিনীর আক্রমণ, সাইবার হামলার পর এবার ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? কি এমন পরিকল্পনা করা হচ্ছে রাশিয়া তরফ থেকে? যা জানতে আগ্রহী সারা বিশ্ব ‌। বলা যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের মারণডঙ্কা যেন বেজে গেছে ইতিমধ্যেই।

তবে শোনা যাচ্ছে এবার নাকি রাশিয়া ফাদার অফ অল বম্বস ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করছে। কিন্তু এর কাজ আসলে কি? এর নাম শুনে মনে হচ্ছে হয়তো সব বম্বের বাবা। ঠিক তাই কারণ এই বম্বের যদি সংজ্ঞা দেওয়া যায় তাহলে বলতে হবে, ৪৪ টনের টিএনটি একটি বোমা যার অভিঘাতের পরিসর ৩০০ কিমি জুড়ে ছড়িয়ে পরতে পারে।

এক কথায় অতি শক্তিধর একটি থার্মোব্যারিক বোমা। যদি এই বোমা ইউক্রেনের দিকে নিক্ষেপ করা হয় তাহলে সিংহভাগ ইউক্রেন একেবারে তছনছ হয়ে যাবে। একদা আমেরিকার সাথে টক্কর দিয়েই এই বোমা তৈরি করেছে রাশিয়া ২০০৭ সালে। আমেরিকার মাদার অফ অল বম্বস কে টেক্কা দিয়ে রাশিয়া তৈরী করে ফাদার অফ অল বম্বস।

আরো পড়ুন: ইউক্রেন-রাশিয়া সং’ঘা’ত, ভারতের ক্ষ’তি হ’তে পারে ১৭ হাজার কো’টি!

এটিকে বিমান থেকে ঘটনা স্হলে নিক্ষেপ করা হয়, আর মাঝ আকাশেই একে ডিটোনেট করা হয়। বিশেষ করে এই বোমা নিক্ষেপের পর হামলা স্থলে যে ধরনের শক ওয়েভ ও উচ্চতাপমাত্রার সৃষ্টি হয় তা এক বিভৎস রূপ ধারণ করে।

অবশ্য রাশিয়া এই বোমা তৈরি করার পর এখনো কোন ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হয়নি, তবে আমেরিকা কিন্তু ইসলামিক স্টেট এর বিরুদ্ধে ২০১৭ সালে এই বোমা নিক্ষেপ করেছিল, আর সেই কারণেই সেখানে কত হাজার লোকের মৃত্যু হয়েছে তা প্রকাশ্যে আনেনি আমেরিকা। শুধু রাশিয়া কিংবা আমেরিকা নয়, মাদার অফ অল বম্বস তৈরি করেছে চিনও, স্বাভাবিকভাবেই আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্যই এই বোমার আবিষ্কার চীনের।