Home রাজ্য প্লাস্টিকের ক্যারিবাগ নি’ষি’দ্ধ হতেই কাগজের ঠোঙার চা’হি’দা বে’শ বেড়েছে, কারিগরদের মু’খে হাসি

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্লাস্টিকের ক্যারিবাগ নি’ষি’দ্ধ হতেই কাগজের ঠোঙার চা’হি’দা বে’শ বেড়েছে, কারিগরদের মু’খে হাসি

দেশে পলিথিনের ব্যবহার কমতে বাজারে কাগজের ঠোঙার চাহিদা বাড়ছে। নিম্নমানের প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। ৭৫ মাইক্রোনের নিচে পলিথিন ব্যবহারের উপরে আইনত নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

সমস্ত হাটে বাজারে দোকানগুলোতে প্রচার চালিয়েছেন সরকার এবং সরকারি আধিকারিকেরা। এই পরিস্থিতিতে এখন প্রশাসনের তরফ থেকে অভিযোগ এলে ক্রেতা এবং বিক্রেতাদের জরিমানা করা হচ্ছে।

যার ফলে পলিথিনের ব্যবহার অনেকটাই কমে এসেছে। অন্যদিকে বিকল্প হিসেবে বাজারে কাগজের ঠোঙার চাহিদা বেড়েছে। এই ঠোঙ্গা প্রস্তুতকারকদের মুখে তাই এখন চওড়া হাসি দেখা দিয়েছে।

আরো পড়ুন: ৪ বছর পর কি হ’বে অগ্নিবীরদের? জানুন কেন্দ্র কি কি প্ল্যা’ন ক’রে রেখেছে

ঠোঙ্গা তৈরির কারিগররা দীর্ঘদিন ধরেই এই পেশার সঙ্গে যুক্ত। তবে প্লাস্টিকে চাহিদা বৃদ্ধি পাওয়াতে তাদের পেশা বাধাপ্রাপ্ত হয়েছিল। চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল তাদের। চাহিদা প্রায় কমে গিয়েছিল।

কিন্তু এখন আবার এই চাহিদা বেড়ে গিয়েছে। এখন আবার সেই আগের মতো দিনরাত এক করে ঠোঙা তৈরির কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনার সঙ্গে যুক্ত কারিগররা সরকারের এই সিদ্ধান্তে বিশেষ উপকৃত হয়েছেন।