সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ বাংলায় অমিত শাহ, পয়লা বৈশাখেও থাকবেন রাজ্যেই, কি কি কর্মসূচি?

গরমের তীব্র দাবদাহে হাসফাঁস করছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা। তাপমাত্রার পারদ ধীরে ধীরে ঊর্ধ্বগামী। সূত্রে খবর, শুক্রবারই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের প্রধান বিরোধী দলের উচ্চস্তরিও নেতার এই সফর যে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে,সেকথা হলফ করেই বলা যায়।

এখনও পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার বাংলার উদ্দেশে রওনা দিতে চলেছেন অমিত শাহ। সকাল ১০টা ২৫ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছবেন তিনি । এরপর সকাল সাড়ে ১০টা নাগাদ তার বিশেষ বিমান ছাড়বে। দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্গাপুর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

এরপর দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে চেপে রওনা দেবেন সিউড়ির উদ্দেশ্যে। ১২.৪৫ এ পৌঁছবেন বীরভূমের সিউড়ি হেলিপ্যাডে। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে সেখান থেকে গাড়িতে করে রওনা দেবেন বীরভূমে সার্কিট হাউজের উদ্দেশে। এখানেই তার দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে।

আরো খবর: আজ চৈত্র সংক্রান্তি, দিনটি কেমন কা’ট’বে আপনার দেখে নিন, রইলো রাশিফল (14.04.2023)

দুপুর ২টো ৫ মিনিটে বীরভূমে বেণীমাধব স্কুল মাঠে অমিত শাহের সভা আরম্ভ হবে যা চলবে বিকেল ৪টে ৫ মিনিট পর্যন্ত। এরপর তিনি সড়কপথে রওনা দেবেন সিউড়ি হেলিপ্যাডের উদ্দেশে।

সেখান থেকে আকাশপথে বিকেল ৫টা ১০ মিনিটে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। এরপর তিনি যাবেন হোটেলে। সন্ধ্যা ৬টায় হোটেলে একটি বৈঠক করবেন তিনি।

এরপর,অর্থাৎ নববর্ষের দিন, শনিবার সকাল সাড়ে ১০টায় দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে তার।এরপর কলকাতা বিমানবন্দের থেকে সকাল সাড়ে ১১টা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ।