সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Indian Oil Recruitment: বি’পু’ল শূন্যপদে নি’য়ো’গ, জানুন আবেদনের শে’ষ তারিখ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে (Indian Oil Corporation) নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন পদের জন্য আবেদন পত্র নেওয়াও শুরু হয়ে গিয়েছে। প্রার্থীরা ইঞ্জিনিয়ার এবং অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। প্রার্থীরা সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদন জানাতে পারেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিসিয়াল সাইট iocl.com-তে ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (Chemical Engineering), ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং ( Instrumentation Engineering), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering), এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)-এই বিভাগগুলি থেকে ইঞ্জিনিয়ার এবং অফিসার পদে নিয়োগ করা হবে। প্রার্থীরা ২৬ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

আবেদন করার পদ্ধতি:

প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের জন্য প্রথমে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল সাইট iocl.com-এর হোম পেজে ‘What’s New’ লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর Recruitment of Engineers/ Officers and Engagement as Graduate Apprentice Engineer In IOCL through GATE-2021′-তে ক্লিক করতে হবে । এবার নির্দিষ্ট পোস্টগুলিতে আবেদন করার জন্য ‘এখানে আবেদনের জন্য ক্লিক করুন’ লেখা জায়গায় যেতে হবে। অবশেষে প্রার্থীরা ‘নিউ রেজিষ্ট্রেশনে’ গিয়ে আবেদন করতে পারবেন। প্রার্থীরা ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন ২০২১ অ্যাপ্লিকেশনের জন্য সরাসরি লিঙ্কেও ক্লিক করতে পারেন।

যোগ্যতা কি চাওয়া হয়েছে??

প্রার্থীদের AICTI/UGC-র স্বীকৃত কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে B.Tech/B.E. কিংবা এই ধরনের রেগুলার কোর্স নিয়ে পাশ করতে হবে।একইসঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (Chemical Engineering), ইনস্ট্রুমেনটেশন ইঞ্জিনিয়ারিং ( Instrumentation Engineering), ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (Electrical Engineering) এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering)-এই বিষয়গুলির যে কোনো একটি বিষয় নিয়ে কলেজ পাশ করতে হবে। এছাড়াও, আবেদনকারীদের উত্তীর্ণ হতে হবে এই বিভাগগুলি থেকে ২০২১ সালের গেট পরীক্ষাতেও। তবে মনে রাখবেন যে, নিয়োগের জন্য গত বছরের গেট পরীক্ষার নম্বর ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের তরফে গণ্য করা হবে না।