সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ন’তু’ন কো’ন কো’ন প’ন্যে’র উ’প’র জি’এস’টি লা’গু হ’চ্ছে? দে’খে নি’ন এক ন’জ’রে

নতুন কোন কোন পন্যের উপর জিএসটি লাগু হচ্ছে? দেখে নিন এক নজরে

সোমবার থেকে খাদ্যদ্রব্য সহ নানা জিনিসের দাম বাড়তে চলেছে। দই লস্যি থেকে শুরু করে হাসপাতালের খরচ আগের থেকে বেশি করা হয়েছে। সরকার সমস্ত প্রয়োজনীয় জিনিসের উপর পণ্য এবং পরিষেবা করের হার বাড়াচ্ছে। এই প্রথমবারের মতো জিএসটির আওতায় আনা হয়েছে অনেক আইটেমকে।

সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমসের নতুন বিজ্ঞপ্তি অনুসারে সোমবার থেকে কার্যকর হচ্ছে এই নতুন জিএসটি। জিএসটি কাউন্সিলের বৈঠকে দুগ্ধ জাতীয় পণ্যগুলোকে আনা হয়েছে এই বর্ধিত হারের অধীনে। টেট্রা প্যাক দই , লস্যি এবং বাটার মিল্কের উপর পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। ব্লেড, কাঁচি, পেন্সিলস, চামচ , কাটা চামচ, ক্রিমার্স ,কেক সার্ভার এর উপরে জিএসটি বাড়ানো হয়েছে।

এইসব জিনিসের উপরে ১৮ শতাংশ হারে জিএসটি বসবে। পাশাপাশি হাসপাতালে ভর্তির খরচ বাড়ছে। আই সি ইউ ছাড়া বাকি সব ধরনের কক্ষতে পাঁচ শতাংশ হারে জি এস টি বসানো হয়েছে। ইলেকট্রিক পণ্যের দাম বাড়তে চলেছে। এলইডি লাইট এবং ল্যাম্পের উপরে ১৮ শতাংশ হারে জিএসটি বসবে।

চেকবই ইস্যু করার সময় ব্যাংক যে চার্জ নেয় তার উপরে আঠারো শতাংশ জি এস টি বসছে। হোটেল রুমের খরচ বাড়বে। হাজার টাকা ভাড়ার হোটেল রুমেও জিএসটি দিতে হবে। ১২ শতাংশ হারে জিএসটি ধার্য করা হয়েছে।