সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মতুয়ার মন পে’তে ঠাকুরনগরের মেলা উপলক্ষ্যে বি’শে’ষ ট্রেনের ব্যবস্হা করলো কেন্দ্র

যেভাবেই হোক না মাতুয়াদের দলে টানতেই হবে, সেই কারণেই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। আগামী বছর নির্বাচন সেই কথা মাথায় রেখেই এখন থেকেই সিদ্ধান্ত নিচ্ছে তারা। আর তাই আগামী রবিবার মাতুয়াদের মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন চালাবে কেন্দ্র।

মাতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুর, তার জন্ম তিথি উপলক্ষেই প্রতিবছর এই মেলা উদযাপন করা হয়। এবারও তাই করা হবে মাতুয়াদের মধ্যে। সেই কারণেই কেন্দ্রের তরফে থেকে ঠাকুরনগর-কাঠগোদামের মধ্যে একজোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার সময় ট্রেনটি ছাড়বে কাঠগোদাম থেকে সেটাই আগামীকাল সেটা সন্ধ্যে সাড়ে ৭ টায় পৌছাবে ঠাকুরনগরে। আবার সোমবার ঠাকুরনগর থেকে ট্রেনটি ছাড়া হবে দুপুর সাড়ে ১২ টা থেকে বুধবার আড়াইটে নাগাদ সেটি পৌঁছাবে কাঠগোদামে।

আরো খবর: সরকারি স্কুলে এবার থে’কে অঙ্ক-ইংরেজি পড়াবেন সিভিক ভলান্টিয়াররা, জানুন বি’শ’দে

এই যাতায়াতের মধ্যেই যে স্টেশন গুলো পরবে সেগুলো হল কলকাতা, ডানকুনি, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদহ, পরে বিহারের কাটিহার হয়ে গন্তব্যে পৌঁছাবে। আসলে প্রত্যেক বছরই মেলা উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্পেশাল ট্রেন দেওয়া হয়।

মতুয়া মহাসংঘের সাংগঠনিক সম্পাদক জহর বিশ্বাস জানান, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন সমস্ত যাত্রীরা যাতে আসতে পারে তার জন্য ট্রেন দিতেন। এবারও সেই হিসেবেই ট্রেন চাওয়া হয়েছিল, যাতে দূরের ভক্তরা আসতে পারে।