সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“চোখের সামনে এসব দেখে আমি বি’র’ক্ত”, মোবাইল আবিস্কর্তার মু’খে এমন ক’থা শু’নে হতবাক সকলেই!

এই পৃথিবীতে মোবাইল ছাড়া একটি মানুষও দেখতে পাবেন না। বাচ্চা থেকে বুড়ো সকলেই মোবাইল ব্যবহার করেন। ৫০ বছর আগে মার্কিন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার এই মোবাইল যন্ত্র আবিষ্কার করেছিলেন। অথচ সেই মোবাইল থেকে এখন বিবর্তনীয় মোবাইল অনেকটাই আলাদা। আগে মোবাইল ফোন ছিল অনেক বড় এবং লম্বা মাত্র কুড়ি মিনিট কথা বললেই চার্জ শেষ হয়ে যেত।

আজকের দিনে সেই ফোনের বিপুল পরিবর্তন হয়েছে। সেই সময় মোবাইলে ফোন করা মোটেও মুখের কথা ছিল না যথেষ্ট পরিশ্রম করে এবং গবেষণা করে মোবাইল তৈরি করেছিলেন মার্টিন কুপার। ১৯৭৩ সালের এপ্রিল মাসে মার্টিন কুপার যে মোবাইল তৈরি করেছিলেন তা ছিল বেশ ভারী এবং শক্ত।

মোবাইলের ভিতর ছিল নানান রকম জটিল সার্কিট। কিন্তু আজকের দিনে মোবাইল অনেক হালকা পাতলা দেখতে বেশ আকর্ষণীয়। মোবাইল আবিষ্কারের জন্য মার্কিন ইঞ্জিনিয়ার কে দা ফাদার অব দ্য সেল ফোন বলা হয় । তবে এখনকার যে মোবাইল তা দেখে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

আরো খবর: আজও দু’র্যো’গ জা’রি থাকবে রাজ্যের জেলায় জেলায়, কোথায় কোথায় বৃষ্টি হ’বে বাংলার?

আমি জানিয়েছেন মোবাইল একটি ছোট্ট ডিভাইস। যা আমাদের পকেটে সহজেই জায়গা করে নিয়েছে। অসীম এই ক্ষমতা নানান রকম রোগ জয় করে নিয়েছে। তবে এখন দেখতে পাই অনেকেই ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রাস্তা পারাপার করছেন। এর ফলে বহু মানুষের প্রান চলে যাচ্ছে কিন্তু তবুও কারোর ভ্রুক্ষেপ নেই।

সম্প্রতি মোবাইলের নতুন সংস্করণ এসেছে iphone। তিনি বলেন আমার নাতি নাতনিরা যেভাবে মোবাইল ব্যবহার করে আমি বুঝতেই পারি না অথচ এক সময় আমি এই মোবাইল আবিষ্কার করেছি।

ধীরে ধীরে এই মোবাইলের সহজলভ্যতা এতই বাড়বে যে সাধারণ মানুষ অকর্মণ্য হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাই মোবাইলের ব্যবহার সংকুচিত করবার ক্ষেত্রেই গুরুত্ব আরোপ করেছেন এই মার্কিন ইঞ্জিনিয়ার।