সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজও দু’র্যো’গ জা’রি থাকবে রাজ্যের জেলায় জেলায়, কোথায় কোথায় বৃষ্টি হ’বে বাংলার?

গতকাল শুক্রবার দিনভর রাজ‌্য জুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি, আবার কোথাও ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। এমন আবহাওয়া আগামী দুইদিন বিরাজ থাকবে রাজ্যে। আজ শনিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় এমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও তার আশেপাশে তেমনভাবে বৃষ্টির প্রভাব না পড়লেও আজ শনিবার পহেলা এপ্রিল থেকে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুরু হবে। কলকাতা সহ, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া সমস্ত জায়গায় একই অবস্থা।

আরো খবর: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনকে বে’ধ’ড়’ক মা’র’ধ’র, FIR তিলজলার ওসি-র বিরুদ্ধে

এদিকে আবার দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের কথা যদি বলা যায়, তাহলে দমকা হাওয়া বইবে উত্তরবঙ্গের ৫ জেলাতে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই সমস্ত জেলায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে সাথে হাল্কা মাঝারি বৃষ্টি হবে বলেই মনে করা হচ্ছে।

তবে আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও উন্নতি হবে। সকাল থেকেই কলকাতার মেঘলা আকাশ, সাথে ভ্যাপসা গরম। তাপমাত্রার তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।