সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজব পে’শা! শুধু লাইনে দাঁ’ড়ি’য়ে থেকেই ১৬ হাজার টা’কা আ’য় যুবকের, কিন্তু কিভাবে?

জীবনটা শুরুই যেন হয় লাইনের মাধ্যমে, জীবনে বড় হয়ে ওঠার জন্য যেন লাইন দেওয়া আগে সঠিক ভাবে শিখতে হয়। কারণ একটু লক্ষ করে দেখবেন, কোন একটা কাজ করতে হলেই আমাদের নিঃসন্দেহে লাইনে দাঁড়াতে হয়। সেটা চাকরির ক্ষেত্রে হোক, রেশন তোলার ক্ষেত্রে হোক, সিনেমা থিয়েটার এর ক্ষেত্রে হোক, সর্বত্র লাইন মেনেই কাজ করতে হয়। যদি বর্তমান সময়ের কথা বলা যায় তাহলে করোনা পরিস্থিতিতে সেই লাইন যেন আরো বেশি দীর্ঘ হয়েছে।

শপিং মল থেকে শুরু করে বাজার ঘাট দোকান পত্র সর্বত্র লাইন লাইন। কিন্তু এই লাইনে দাঁড়ানো কি কোনো মানুষের পেশা হতে পারে? মনে হয় কি আপনাদের? কিন্তু ইংল্যান্ডের এক যুবক ফ্রেডি বেকিটের পেশা কিন্তু এটাই।লাইনে দাড়িয়েই মাসিক ১৬ হাজার টাকা আয় করে সেই যুবক।

বর্তমানে ডিজিটাল যুগে লাইনে দাড়ানোর প্রচলন অনেকটাই কমেছে। কিন্তু অনেকেই আছেন নিজের হাতের কাজ নিজেই করতে পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো লাইনে দাঁড়িয়ে নিজের কাজ করার সময় কোথায়? করতে চাইলেও সম্ভব নয়। আর এই সমস্ত লোক গুলোই হলো এই যুবকের কাস্টমার। এমন অনেক মানুষ রয়েছে যাদের নিজের সন্তান নেই বয়স হয়েছে কিন্তু প্রচুর অর্থ রয়েছে, এমন কিছু লোক রয়েছে অর্থ থাকলেও লাইনে দাঁড়ানোর সময় পর্যন্ত নেই।

তাদের জন্যই এই ফ্রেডি থিয়েটার থেকে শুরু করে বিমানের টিকিট কাউন্টার পর্যন্ত সর্বত্র লাইনে দাঁড়ায়। একটা সময় কাজ সম্পন্ন করার পর ফ্রী তাদের সমস্ত কিছু বুঝিয়ে দেয়। ঘন্টা হিসেবে টাকা নেয় এই যুবক লাইনে দাঁড়িয়ে। তবে তিনি জানিয়েছেন এর থেকেও কিছু ভালো কাস্টমার তার রয়েছে। তাদের বয়স খুবই কম অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। তাদের জন্য অনেক সময় দাঁড়াতে হয় লাইনে।