সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুরু হচ্ছে ইলেক্ট্রিক বিলের চিন্তা! কি কৌ’শ’লে অতি’রি’ক্ত বিল থেকে মুক্তি মি’ল’বে?

ইতিমধ্যেই শীতের তৃতীয় ইনিংস শেষ, শীতের বিদায় নেওয়ার পালা। লক্ষ্য করলে দেখা যাবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকেই উধাও শীত। তাই এবার লেপ কম্বল ছেড়ে ফ্যান ,এসিকে সঙ্গী করার সময় এসে গেছে। গরম আর কিছুদিনের মধ্যেই পড়তে চলেছে। আর তারফলেই বিদ্যুতের বিল আবার বাড়তে চলেছে।

আমরা সবাই জানি গরমকালে তুলনায় শীতকালে বিদ্যুতের বিল অনেকটাই কম আসে কারণ, ফ্যান , পাখা , এসি এইসব ব্যবহার হয় না একদম। কিন্তু গরমের দিনে ২৪ ঘন্টা জুড়ে এইসব ব্যবহার হয়ে থাকে যার কারণে বিদ্যুতের বিল বেশি আসাটা স্বাভাবিক। কিন্তু এবার প্রশ্ন হল এই সমস্ত ব্যবহার করলেই কি কেবলমাত্র বিদ্যুতের বিল বেশি আসে?

সামনেই গরম আসছে তার আগে আমাদের জানা উচিৎ কি কি ভুল ত্রুটির কারণে এমনটা হয়ে থাকে। লক্ষ্য করলে দেখা যাবে এই ফ্যান, এসি, টিভি, টিউবলাইট এই সমস্ত কম বেশি সবার বাড়িতে ব্যবহার হয়ে থাকে। কিন্তু এইসব ছাড়াও এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমরা নজর করতে চাই না।

আরো খবর: আপনি কি বিনা খর’চে Netflix দেখতে চান? রইলো দু’র্দা’ন্ত টি’প’স

আর সেই গুলোও যে আমাদের বিদ্যুতের বিল বাড়াতে সাহায্য করে সেটা আমরা জানিই না। তাই এবার সেই বিষয়গুলোর ওপরে নজর দেওয়া যাক। আমাদের সবার মোবাইল রয়েছে আমরা যখন মোবাইল চার্জে বসাই , বেশীরভাগ ক্ষেত্রে মোবাইল চার্জ হয়ে যাওয়ার পর সুইচ বন্ধ করতে ভুলে যাই।

এসির ক্ষেত্রেও অনেকবার এমনটা হয়ে। থাকে।এসির ক্ষেত্রেও রিমোট দিয়ে বন্ধ করলেও সুইচ দিয়ে বন্ধ করি না। আমাদের কোনো বৈদ্যুতিক জিনিস কেনার আগে দেখে নেওয়া উচিত তার স্টার রেটিং কত?মনে রাখবেন স্টার রেটিং মত বেশী তার বৈদ্যুতিক ইউনিট বাঁচানোর ক্ষমতা ততটাই বেশী।

পুরনো যন্ত্রপাতি বেশি ব্যবহার করলে বিদ্যুতের বিল বেশি আসে।তাই ১০-১৫ বছরের তার , বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করে বদলে নতুন জিনিস ব্যবহার করুন। আজকাল সবার বাড়িতেই ফ্রিজ রয়েছে , আর সেই কারণেই ফ্রিজের ক্ষেত্রেও কিছু নিয়ম কানুন মেনে চলতেই হবে।

তাই এক নাগাড়ে ফ্রিজ ব্যবহার না করে মাঝে মাঝে সেটা বন্ধ করে রাখাটাই ভালো। এতে যেমন বিদ্যুতের খরচও বাড়ে, তেমনি মেশিনটিও একটু আরাম পায়। আর এখনকার ফ্রিজ এমনভাবেই তৈরী যে ১-২ ঘন্টা কারেন্ট অফ থাকলেও ভেতরের জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা কম।