সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মন্ত্রীত্বে না, মেয়েদের কাজই হ’লো সন্তান জ’ন্ম দেওয়া: তালিবান মুখপাত্র

ধীরে ধীরে নিজের আসল রূপ প্রকাশ করছে তালিবান। গুড তালিবান, ব্যাড তালিবান নিয়ে যারা এতদিন সোচ্চার ছিলেন, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে কার্যত জঙ্গিরা প্রমাণ করে দিল তালিবান আছে তালিবানেই। কুড়ি বছর আগে তারা যেখানে থেমেছিল, দুই দশক পর আবারও সেখান থেকেই মহিলাদের উপর অত্যাচারের মাত্রা বাড়াতে চলেছে জঙ্গিরা। তালিবানরা মহিলাদের অধিকারের ঘোর বিরোধী। একবিংশ শতাব্দীতে এসেও তাদের মানসিকতা বদলায়নি। তার প্রমাণ পাওয়া গেল তালিবানি মন্ত্রিসভায়।

সম্পূর্ণ মহিলাবিহীন সরকার গঠনের পর তালিবান সরকারের নবনির্বাচিত মুখপাত্র জাখরুল্লা হাসিমি সম্প্রতি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, মহিলাদের কার্যত আফগানিস্তানে কোনো অধিকারই দেওয়া হবে না। মহিলাদের কাজ শুধু সন্তান প্রসব করা, মন্ত্রীত্বের দায়-দায়িত্ব সামলানো নয়! স্পষ্ট জানিয়ে দিয়েছে তালিবানের মুখপাত্র।

সরকার গঠনের আগে যারা একসময় আশ্বস্ত করে জানিয়েছিল যে মহিলারাও এই দফাতে তাদের অধিকার পাবেন, শিক্ষার অধিকার পাবেন, চাকরির অধিকার পাবেন, তাদের সমস্ত আশাভরসা কার্যত এভাবেই জল ঢেলে দিলো তালিবান জঙ্গিরা। শরিয়ত আইন অনুসারে মহিলাদের অধিকার দেওয়ার আশ্বাস দিয়েছিল তালিবানরা। কিন্তু সেই আশা এই ঘোষণার সঙ্গে সঙ্গেই নিশ্চিহ্ন হয়ে গেল।

তালিবানি মুখপাত্রের দাবি, মন্ত্রিত্ব মহিলাদের কাজ নয়। মহিলারা মন্ত্রিত্বের ভার সামলাতে পারবেন না। তাই কোন মহিলাকে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। তালেবান জঙ্গিরা যখন অবদমিত ছিল তখন আফগানিস্তানের মহিলা সব কাজে সমান ভাবে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু জঙ্গী শাসনকালে ঘরের আড়ালে লুকিয়ে থাকা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় খোলা নেই।